Connect with us
ক্রিকেট

সকল ধরনের ক্রিকেটকে বিদায় বললেন শিখর ধাওয়ান

শিখর ধাওয়ান। ছবি- সংগৃহীত

প্রায় দুই বছর যাবত আন্তর্জাতিক ক্রিকেটে জাতীয় দলের বাইরে ছিলেন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান। এবার আনুষ্ঠানিক ভাবে সকল ধরণের ক্রিকেটকে বিদায় বললেন এই বাঁহাতি টপ অর্ডার ব্যাটার। আন্তর্জাতিক ও ঘরোয়া সব ধরণের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়েছেন ধাওয়ান।

আজ শনিবার (২৪ আগস্ট) এক ভিডিও বার্তায় নিজের ক্রিকেট অধ্যায়ের ইতি টানার বিষয়টি নিশ্চিত করেছেন এই ডেসিং ভারতীয় ক্রিকেটার। ২০১০ সালে জাতীয় দলের জার্সিতে অভিষেক হওয়ার পর দীর্ঘ এক যুগ ভারতের হয়ে মাঠ মাতিয়েছেন ধাওয়ান। সর্বশেষ ২০২২ সালের ১০ ডিসেম্বর বাংলাদেশের বিপক্ষে নিজের শেষ আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলেছিলেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত মিনিট খানেকের সেই ভিডিওতে বিভিন্ন স্মৃতিচারণ করেন ধাওয়ান। অবসরের ঘোষণা সম্বলিত ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এখন যখন আমি আমার ক্রিকেট যাত্রার এই অধ্যায় শেষ করছি, আমি আমার সঙ্গে অসংখ্য স্মৃতি এবং কৃতজ্ঞতা নিয়ে যাচ্ছি। ভালবাসা এবং সমর্থনের জন্য সকলকে ধন্যবাদ! জয় হিন্দ!’

নিজের প্রকাশিত সেই ভিডিওতে ধাওয়ান বলেন, ‘আজ আমি এমন এক অবস্থানে দাঁড়িয়ে আছি, যেখান থেকে পেছনে ফিরলে আমি কেবল স্মৃতি দেখতে পাই এবং সামনে তাকালে পুরো পৃথিবী দেখতে পাই। আমার লক্ষ্য একটাই ছিল, ভারতের হয়ে খেলা এবং সেটাও হয়েছে। যার জন্য আমি অনেকের কাছে কৃতজ্ঞ। সবার আগে নিজের পরিবার, আমার শৈশবের কোচ তারক সিনহা, মদন শর্মা যাদের অধীনে আমি ক্রিকেট শিখেছি।’

ধাওয়ান আরও বলেন, ‘তারপর আমার দল, যাদের সঙ্গে আমি বহু বছর খেলেছি। যা আমার আরেকটি পরিবারের মতো। যেখানে আমি একটি নাম পেয়েছি এবং আমি আপনাদের সবার ভালবাসা পেয়েছি। তবে সবাই যেমন বলে যে গল্প এগিয়ে নিয়ে যেতে পাতা উল্টাতে হয়, তাই আমিও তাই করতে যাচ্ছি। আমি আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে নিজের অবসর ঘোষণা করছি।’

তিনি আরও যোগ করেন, ‘এখন যখন আমি আমার ক্রিকেট যাত্রাকে বিদায় বলছি, তখন আমার হৃদয়ে একটা শান্তি আছে যে আমি আমার দেশের জন্য অনেক খেলেছি। আমি অনেক কৃতজ্ঞ বিসিসিআই ও ডিডিসিএ-এর যারা আমাকে সুযোগ দিয়েছে এবং আমার ভক্তদের যারা আমায় এত ভালোবাসা দিয়েছে। এখন আমি নিজেকে এটাই বলি, ভাই তুমি দুঃখ পেয়ো না যে দেশের হয়ে আর খেলতে পারবে না, বরং এই বিষয় ভেবে খুশি হও যে তুমি দেশের হয়ে খেলেছো। আর আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ এটাই যে আমি খেলেছি।’

ধাওয়ান ভারতের হয়ে এখন পর্যন্ত ৩৪ টেস্ট, ১৬৭ ওয়ানডে ও ৬৮ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। যেখানে তিনি যথাক্রমে ২৩১৫, ৬৭৯৩ এবং ১৭৫৯ রান করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে তার নামের পাশে ২৪টি সেঞ্চুরি রয়েছে যার মধ্যে ওয়ানডেতে ১৭টি এবং টেস্টে ৭টি। ভারতের হয়ে ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের টুর্নামেন্টে ধাওয়ান হয়েছিলেন প্লেয়ার অফ দ্য সিরিজ। 

আরও পড়ুন: বাংলাদেশ-পাকিস্তান ‘এ’ দলের দ্বিতীয় ম্যাচও ড্র, শিরোপা ভাগাভাগি

ক্রিফোস্পোর্টস/২৪আগস্ট২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট