Connect with us
অন্যান্য

জুনিয়র এশিয়া কাপ হকি : পুরুষদের জয়ের দিনে হারল নারীরা

বাংলাদেশ জুনিয়র পুরুষ হকি দল। ছবি- হকি ফেডারেশন

সিঙ্গাপুরে চলছে জুনিয়র এএইচএফ কাপের এবারের আসর। যেখানে লাল-সবুজের প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছে বাংলাদেশের নারী ও পুরুষ উভয় দল। টুর্নামেন্টে আজ বুধবার ছিল বাংলাদেশের দুই দলের খেলা। যেখানে নিজেদের ম্যাচে বাংলাদেশ পুরুষ জুনিয়র হকি দল জয় পেলেও পরাজয়ের সম্মুখীন হয়েছে নারী জুনিয়র হকি দল।

এদিন থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ পুরুষ দল। ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ম্যাচের মাত্র ১১ মিনিটে লিড পায় থাইল্যান্ড। অবশ্য এর চার মিনিট বাদেই সমতায় ফেরে লাল-সবুজের দল। ম্যাচের ২৬, ৪০, ৪৮ মিনিটে বাংলাদেশ একটি করে গোল করলে স্কোরলাইন দাঁড়ায় ৪-১। শেষ দিকে থাইল্যান্ড এক গোল শোধ দিলে ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

এতে করে গ্রুপ পর্বে খেলা নিজেদের তিন ম্যাচের সবকটিতে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ পুরুষ দল। বর্তমানে নিজেদের গ্রুপে তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে রয়েছে বাংলাদেশ। প্রতি গ্রুপ থেকে শীর্ষ দুটি করে দল খেলবে টুর্নামেন্টের সেমিফাইনালে। শেষ চারের লড়াইয়ে বেশ অনেকটাই এগিয়ে আছে লাল-সবুজের প্রতিনিধিরা।

এদিন টুর্নামেন্টে বাংলাদেশের পুরুষ দল জয়ের দেখা পেলেও হেরেছে নারী দল। শক্তিশালী চাইনিজ তাইপের বিপক্ষে ০-৩ গোলে হেরেছে তারা। চাইনিজ তাইপের হয়ে ম্যাচে হ্যাটট্রিক করেছেন হোয়াংহো। ম্যাচের ২৩ মিনিটেই হোয়াংহোর গোলে লিড পেয়ে যায় চাইনিজ তাইপ। এরপর ৩৫ ও ৪৫ মিনিটে আরো দুই গোল করেছেন হোয়াং।

আজকের ম্যাচ হারলেও গ্রুপে চাইনিজ টাইপের সমান নয় পয়েন্ট রয়েছে বাংলাদেশ নারী দলের। তবে এক ম্যাচ বেশি খেলায় নিজেদের শীর্ষস্থান হারিয়েছে লাল-সবুজের দল। গ্রুপে সাত দলের মধ্যে শীর্ষ চারটি দল যাবে সেমিফাইনালে। সেই লক্ষ্যেই এগোচ্ছে বাংলাদেশ। এর আগে থাইল্যান্ডকে হারিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করেছিল নারী দল।

আরও পড়ুন: টানা সেঞ্চুরিতে রেকর্ড গড়লেন স্মৃতি মান্দানা

ক্রিফোস্পোর্টস/১৯জুন২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য