Connect with us
ক্রিকেট

আইসিসির নতুন চেয়ারম্যান ভারতের জয় শাহ

Jay Shah becomes the new chairman of ICC
জয় শাহ। ছবি- সংগৃহীত

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন চেয়ারম্যান হলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি জয় শাহ। আগামী ডিসেম্বরে থেকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবেন এই ভারতীয় সংগঠক।

আজ মঙ্গলবার (২৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জয় শাহর চেয়ারম্যান হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। ৩৫ বছর বয়সী জয় শাহ হতে যাচ্ছেন আইসিসির ইতিহাসের সর্বকনিষ্ঠ চেয়ারম্যান।

আইসিসির চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ছিল আজ। তবে জয় শাহ ছাড়া আর কেউ মনোনয়ন পত্র জমা না দেয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি।

আরও পড়ুন:

» সাফের ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-নেপাল, খেলা দেখবেন যেভাবে

» সাকিবের মামলার প্রশ্ন গেল জাতিসংঘে, যে উত্তর এলো 

বর্তমানে গ্রেগ বার্কল আইসিসির চেয়ারম্যান হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন। আগামী নভেম্বরে শেষ হবে তার দ্বিতীয় মেয়াদের দায়িত্ব। এরপর ১ ডিসেম্বর থেকে আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবেন জয় শাহ। পরবর্তী ৬ বছর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন জয় শাহ।

আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়ে বেশ উচ্ছ্বসিত জয় শাহ। নতুন দায়িত্ব পেয়ে তিনি বলেন, ‘আমি আইসিসির চেয়ারম্যান হিসেবে মনোনয়ন পেয়ে অনেক খুশি। আমি বিশ্ব জুড়ে ক্রিকেটের উন্নতিতে আইসিসি দল এবং আমাদের সদস্য দেশগুলির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত।’

তিনি আরও বলেন, ‘আমরা এমন একটা সময়ে এসে দাঁড়িয়েছি, যেখানে ক্রিকেটে বিভিন্ন ফরম্যাটের মধ্যে ভারসাম্য বজায় রাখা, ক্রিকেটে উন্নত প্রযুক্তি আনা এবং নতুন বৈশ্বিক বাজারে আমাদের ইভেন্টগুলোকে পরিচয় করিয়ে দেওয়া গুরুত্বপূর্ণ। ক্রিকেটকে আগের চেয়ে আরও বেশি জনপ্রিয় করাটাই আমাদের লক্ষ্য।’

ক্রিফোস্পোর্টস/২৭আগস্ট২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট