Connect with us
ফুটবল

সাফের ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-নেপাল, খেলা দেখবেন যেভাবে

Bangladesh-Nepal face off in the SAFF final, how to watch the game
আগামীকাল সাফের ফাইনালে স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। ছবি- সংগৃহীত

ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। আগামীকাল বুধবার (২৮ আগস্ট) স্বাগতিক নেপালের বিপক্ষে ফাইনাল খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা।

এবারের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শুরুটা দারুণ হয়েছিল বাংলাদেশের। নিজেদের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়েছিল জামাল ভূইয়া দের উত্তরসূরিরা। তবে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নেপালের বিপক্ষে ২-১ গোলে হেরে যায় তারা। এর ফলে গ্রুপ এ-এর রানার্সআপ দল হিসেবে সেমিফাইনালে পা রাখে মারুফুল হকের শিষ্যরা।

সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। গত আসরের ফাইনালে ভারতের কাছে হেরেই স্বপ্নভঙ্গ হয়েছিল যুবাদের। তবে এবার ভারতকে সেমিফাইনাল থেকেই বিদায় করে দিয়েছে বাংলাদেশ। সেমিফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে ভারতকে ৪-৩ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনাল নিশ্চিত করেছে লাল-সবুজের দল।

আরও পড়ুন:

» সাকিবের মামলার প্রশ্ন গেল জাতিসংঘে, যে উত্তর এলো

» ভারতের সামনে আসিফ যেন বাংলার ‘মার্তিনেজ’ 

এদিকে, টুর্নামেন্টের আরেক ফাইনালিস্ট নেপাল এখনো অপরাজিত। গ্রুপ পর্বে শ্রীলঙ্কাকে ১-০ গোলে, বাংলাদেশকে ২-১ গোলে এবং সেমিফাইনালে ভুটানকে টাইব্রেকারে ৪-১ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে স্বাগতিকরা।

ইতোমধ্যে এই টুর্নামেন্টে বাংলাদেশকে হারিয়েছে নেপাল। তাছাড়া স্বাগতিক দল হওয়ায় আগামীকালের ফাইনালে ফেবারিট হিসেবেই মাঠে নামবে তারা। তাই বাংলাদেশের জন্য ফাইনালে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে।

বাংলাদেশ-নেপালের ফাইনাল ম্যাচটি ‘স্পোর্টজওয়ার্কজ’ নামের ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে। আগামীকাল কাঠমন্ডুর এএনএফএ কমপ্লেক্সে বাংলাদেশ সময় দুপুর ২টা ৪৫ মিনিটে মাঠে গড়াবে ম্যাচটি।

ক্রিফোস্পোর্টস/২৭আগস্ট২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল