Connect with us
ক্রিকেট

সাকিবের মামলার প্রশ্ন গেল জাতিসংঘে, যে উত্তর এলো

The question of Shakib's case went to the United Nations
সাকিবের মামলা প্রসঙ্গে কথা বলেছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র। ছবি- সংগৃহীত

সম্প্রতি হত্যা মামলায় জড়িয়ে গেছে সাকিব আল হাসানের নাম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত একজন গার্মেন্টসকর্মীর হত্যা মামলায় আসামি করা হয়েছে তাকে। এরপর থেকেই ক্রিকেট পাড়ায় শুরু হয়েছে তোলপাড়। এবার সাকিবের মামলার বিষয়টি জাতিসংঘেও পৌঁছে গেছে।

গতকাল সোমবার (২৬ আগস্ট) জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের কার্যালয়ের অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে সাকিবের মামলার বিষয়টি উঠে এসেছে। সেখানে প্রশ্নোত্তর পর্বে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিকে সাকিবের মামলার বিষয়ে প্রশ্ন করেন একজন সাংবাদিক।

সাংবাদিক তার প্রশ্নে বলেন, বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে লাখ লাখ বাংলাদেশির বিরুদ্ধে কয়েক হাজার হত্যা ও দুর্নীতির মামলা করা হয়েছে। যার মধ্যে হত্যা মামলায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকা সাকিব আল হাসানের নামও। এছাড়া বেশ কয়েকজন জ্যেষ্ঠ সাংবাদিকও আছেন। এতে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কিনা এবং এ নিয়ে জাতিসংঘ কতটা উদ্বিগ্ন?

আরও পড়ুন:

» ভারতের সামনে আসিফ যেন বাংলার ‘মার্তিনেজ’

» ফাইনালের আগে দুঃসংবাদ উড়ে এলো বাংলাদেশ শিবিরে 

এর উত্তরে ডুজারিক বলেন, ‘বাংলাদেশ রাজনৈতিক ও মানবিক দিক দিয়ে অত্যন্ত চ্যালেঞ্জিং সময় পার করছে। আর এমন কঠিন সময়েই দেশটির দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে আমার বিশ্বাস, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত হবে। এ নিয়ে আমাদের কোন সন্দেহ নেই।’

গত বৃহস্পতিবার (২২ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গার্মেন্টসকর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে সাকিবকে আসামি করে রাজধানীর আদাবর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাকিবসহ ১৬৫ জনকে আসামি করা হয়েছে।

এই মামলার প্রেক্ষিতে সাকিবকে জাতীয় দল থেকে অপসারণ করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম। তবে এ নিয়ে বিসিবি থেকে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি।

ক্রিফোস্পোর্টস/২৭আগস্ট২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট