Connect with us
ফুটবল

অস্ট্রেলিয়ার মাটিতে জামাল-তারিকদের ভালো করার আশা

বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয়পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে শক্তিশালী অস্ট্রেলিয়ার। শক্তিমত্তা ও র‌্যাংকিংয়ের বিচারে বাংলাদেশের তুলনায় যোজন যোজন এগিয়ে সকারুরা। এমন ম্যাচে বাংলাদেশি সমর্থকদের প্রত্যাশা থাকবে ফলাফল যাই হোক একটি লড়াকু ম্যাচ উপভোগ করার।

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে ‘আই’ গ্রুপের ম্যাচে ১৬ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্নে মাঠে নামবে জামাল-তারিকরা। ফিফা র‍্যাংকিংয়ের সর্বশেষ সংস্করণে তালিকার ২৭ নম্বরে থাকা অস্ট্রেলিয়ার সাথে ১৮৩ নম্বরে থাকা বাংলাদেশের ম্যাচটি হবে অসম শক্তির লড়াই। এই ম্যাচের মাধ্যমে বাংলাদেশের সুযোগ থাকবে নিজেদের ফুটবলকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের উদ্দেশ্যে শুক্রবার রাত ১১টায় দেশ ছাড়বে বাংলাদেশ ফুটবল দল। এর আগে শুক্রবার সকালে ঘরের মাঠে শেষ অনুশীলন করবে বাংলাদেশ। সংবাদ সম্মেলনে জাতীয় দলের কোচ হেভিয়ের কাবরেরার কাছে এই ম্যাচ নিয়ে প্রত্যাশার কথা জানতে চাইলে বলেন, ‘এ ম্যাচটি নিজেদের আরও এগিয়ে নেওয়ার ম্যাচ। অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার মাটিতে ভালো খেলাটা বাংলাদেশের ফুটবলের জন্য খুবই ইতিবাচক একটা ব্যাপার হবে।’

অধিনায়ক বলছেন, মেলবোর্নে ওই ম্যাচে স্বাগতিকরাই বাংলাদেশের ওপর আধিপত্য বিস্তার করে খেলবে। সেই শক্তি ও সামর্থ্য তাদের আছে। বাংলাদেশের লক্ষ্যটা থাকবে নিজেদের সেরাটা দিয়ে খেলে তাদের বিরুদ্ধে লড়াই করা। ম্যাচ শেষে দেখা যাবে সেই লড়াইয়ে বাংলাদেশের ফলাফল কেমন।

ভালো খেলার জন্য শিষ্যদের বার্তা দিয়ে কাবেরেরা বলেন, ‘অস্ট্রেলিয়া অনেক শক্তিশালী দল। এটা নিশ্চিত তারা আমাদের ওপর প্রভাব বিস্তার করেই খেলবে। কিন্তু আমাদের নিশ্চিত করতে হবে, কোনো ভাবেই যেন লড়াকু মনোভাবে ঘাটতি না দেখা দেয়। খেলোয়াড়দের নিজেদের করণীয়টা ঠিকমতো করতে হবে। নিজেদের পারফরম্যান্স ধরে রাখতে হবে।’

এর আগে বাংলাদেশ তিনবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে। শেষবার ২০১৫ বিশ্বকাপের বাছাইয়ে ৫-০ গোলের বড় ব্যবধানে পরাজিত হয় বাংলাদেশ। সেই ম্যাচের সাক্ষী ছিলেন বর্তমান দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

বিশ্বকাপ বাছাই দ্বিতীয়পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়াসহ লেবানন ও ফিলিস্তিন।

আরও পড়ুন: বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করলো অস্ট্রেলিয়া

ক্রিফোস্পোর্টস/১০নভেম্বর২৩/এসএফ/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল