Connect with us
ফুটবল

২০২৬ বিশ্বকাপেও খেলবেন সিআর সেভেন, কী ইঙ্গিত দিলেন কোচ?

CR 7
২০২৬ বিশ্বকাপেও খেলতে চলেছেন সিআর সেভেন?

এ জগতে যার শুরু থাকে, তার শেষও রয়েছে। ক্ষণস্থায়ী এই দুনিয়ায় কেউই চিরস্থায়ী নয়। খেলাধুলার মত বিনোদন জগতেও যুগে যুগে এসেছে কত রথী-মহারথী। তবে উড়তে থাকা সেই সকল তারকাদেরও থামতে হয়েছে একটা সময় গিয়ে। ফুটবল বিশ্বের বর্তমান কিংবদন্তির কথা বললে নিঃসন্দেহে চলে আসবে পর্তুগীজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর নাম।

বয়সটাতো কম হলো না। ৩৮ ঊর্ধ্ব এই ফুটবলার রয়েছেন নিজের ক্যারিয়ারের সায়াহ্নে। তবে এখনো ছুটে চলেছেন নিজ মহিমায়। প্রতিনিয়ত দুমড়ে মুচরে দিচ্ছেন ফুটবলের অসংখ্য রেকর্ড। তেমনই কিছুদিন আগে ছুঁয়ে ফেলেছিলেন আন্তর্জাতিক ফুটবলে খেলা সর্বোচ্চ ২০০ ম্যাচের মাইলফলক। তবে কোথায় গিয়ে থামবেন তিনি? ভক্তদের এমন প্রশ্নের ধারণা দিলেন পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেস।

Future of 2026 World Cup decided

২০২৬ বিশ্বকাপ ফুটবল বসবে আমেরিকা মহাদেশে

রবার্তো মার্তিনেস জানান, রোনালদো তার ২০০ তম ম্যাচ খেলার আগেই মার্তিনেস তাকে জিজ্ঞেস করেছিলেন তার ভবিষ্যৎ পরিকল্পনা কী? পর্তুগালের হয়ে ২০০ তম ম্যাচ খেলতে চান কিনা। কোচের এমন প্রশ্নের জবাবে রোনালদো যা বলেছেন, তাতে রীতিমতো অবাক হয়েছিলেন রবার্তো। সম্প্রতি ফ্রেডি লুজেনবার্গের সঙ্গে আলাপকালে নিজেদের সেই ব্যক্তিগত আলোচনার একটা অংশ প্রকাশ করেছেন মার্তিনেস।

যেখানে তিনি বলেন, ‘রোনালদো তখন জাতীয় দলের হয়ে ২০০ ম্যাচ খেলার খুব নিকটে ছিল; এটা এমন কিছু, যা অতীতে কেউ অর্জন করেনি। আমি তাকে প্রশ্ন করেছিলাম, ২০০ ম্যাচের মাইলফলকে পৌঁছানো নিয়ে তার আগ্রহ আছে কিনা। জবাবে সে আমাকে বলল–আমি ২৫০ ম্যাচ খেলতে আগ্রহী।’ রোনালদোর থেকে এমন উত্তর আশা করেননি মার্তিনেস।

আন্তর্জাতিক ফুটবলে পর্তুগালের হয়ে সর্বোচ্চ ২০৫ ম্যাচ খেলার রেকর্ড রোনালদোর। কিন্তু ২৫০ ম্যাচের মাইলফলক ছুঁতে তাকে খেলতে হবে আরও ৪৫ ম্যাচ। তবে পথটা কঠিন হলেও এই বয়সে এসে তিনি যেভাবে মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন, তাতে করে সেই লক্ষ্য খুব একটা অসম্ভব নয়। তাই ২০২৬ বিশ্বকাপে খেলার ভাবনা এখনও ভালোভাবেই রোনালদোর মাথায় রয়েছে এমনটাই মনে করেন রবার্তো মার্তিনেস।

আরও পড়ুন: ব্রাজিল ফুটবলের রঙে যেভাবে রঙিন হয় ‘সেলেসাও’ শব্দটি

ক্রিফোস্পোর্টস/২৯ডিসেম্বর২৩/এসএফ/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল