Connect with us
ফুটবল

ফুটবলের রাজা পেলেকে আজ স্মরণ করছে বিশ্ব

ব্রাজিল কিংবদন্তি পেলে। ছবি- সংগৃহীত

ফুটবলের রাজা খ্যাত পেলে মারা গেছেন বছর খানেক হলো। ২০২২ সালের ২৯ ডিসেম্বর দুনিয়ার মায়া ত্যাগ করে পরলোকগমন করেন এই ব্রাজিলিয়ান গ্রেট। পেলে মারা যাওয়ার পর থেকেই যেন অবনমনের দিকে ছুটে চলেছে তার প্রাণের ক্লাব সান্তোসও। ক্লাবের ১১১ বছরের ইতিহাসে এই প্রথম ব্রাজিলের প্রথম বিভাগের ফুটবল থেকে অবনমিত হয়েছে ক্লাবটি। এই অবনমনে ক্লাবের ভক্ত-সমর্থকদের পাশাপাশি পুরো শহরজুড়েই যেন আগুন জ্বলছে।

নিজের প্রাণ প্রিয় ক্লাবের যেখান থেকে ফুটবলের রাজার উত্থান, তাদের এতো বড় অনাসৃষ্টি দেখে পেলে নিজেও কি শান্তি পাচ্ছেন! সান্তোসেরই বা হঠাৎ এমন বেহাল দশার পেছনে কারণ কি? নাকি আঁতুড়ঘর তার শ্রেষ্ঠ সন্তানের বিদায়ের শোক এখনও কাটয়ে উঠতে পারছে না! এমনই নানা প্রশ্ন যেন ফুটবলপ্রেমীদের মনে ভিড় করেছে রাজার প্রথম মৃত্যুবার্ষিকীতে।

পেলের প্রাণপ্রিয় ক্লাব অবশ্য তাদের রাজাকে সম্মান জানাতে দাঁত ভাঙা পণ করেছে। পেলের প্রতি সম্মান জানাতে অস্থায়ীভাবে তার ১০ নম্বর জার্সিটি অবসরে পাঠিয়েছে সান্তোস কর্তৃপক্ষ। যত দিনে তারা প্রথম বিভাগে উঠতে না পারবে, ততোদিন ফুটবলের রাজার জার্সি ক্লাবের কেউই গায়ে চড়াতে পারবে না। তবে ক্লাবের অভ্যন্তরীণ নানা কোন্দল নিয়ে তা অতিসত্তর সম্ভব হবে কি না তা নিয়েই এখন প্রশ্ন উঠছে।

সান্তোসের বোর্ড সদস্যদের অভ্যন্তরীণ কোন্দল এবং আর্থিক সংকটই নাকি ক্লাবটির এই বেহাল দশার অন্যতম কারণ। পেলের সন্তান এডিনহো যিনি কিনা এক সময়ে সান্তোসে গোলরক্ষক হিসেবেও খেলেছেন তিনি জানান, সান্তোসের এই দুঃসময়ের সাক্ষী হতে পেরে তিনি মোটেও অবাক নন। ৫৩ বছর বয়সী এডিনহো বলেন, ‘এটি (অবনমন) দুঃখজনক তবে কোনভাবেই অবাক হওয়ার মত কোন বিষয় নয়। ক্লাবের নিয়মিত খোঁজ রাখার অধিকাংশ লোকেরাই জানত, সান্তোসের এমন পরিণতিই হতে যাচ্ছে।’

তবে ক্লাবের এমন পরিস্থিতির মধ্যেও বেশ আয়োজন করেই পেলের প্রথম মৃত্যবার্ষিকী পালন করতে যাচ্ছে সান্তোস। গত মে মাসেই ফুটবলের রাজার বিভিন্ন স্মৃতি সম্বলিত জিনিস দিয়ে একটি জাদুঘর বানিয়েছে সান্তোস কর্তৃপক্ষ। সেখানেই তার মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান করবে তারা।

জানা গেছে, ব্রাজিল কেন্দ্রীয় সরকার এবং সাও পাওলো রাজ্য সরকারও ঘটা করে পেলের প্রথম মৃত্যবার্ষিকী পালন করতে যাচ্ছে। তবে পেলে হয়তো পরপারে থেকে ব্রাজিল জাতীয় দলের দুরবস্থা দেখেও ব্যথীত হচ্ছেন। এমনটাই মনে করেন তার সন্তান এডিনহো। ব্রাজিলের পোস্টারবয় নেইমারের অনুপস্থিতিতে লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে তালিকার ষষ্ঠ স্থানে অবস্থান করছে সেলেসাওরা। তাই সহসাই ব্রাজিলেরও যে অবস্থার উন্নতি হবে তা বলা কঠিন।

গত বছরের ২৯ ডিসেম্বর ক্যান্সারের সাথে দীর্ঘ দিনের লড়াই শেষে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে মৃত্যুবরণ করেন ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জয়ী পেলে। ৮২ বছর বয়সী এই ব্রাজিলিয়ান গ্রেটকে ২ জানুয়ারি সমাহিত করা হয়েছিল। পেলেকে বিশ্বের অন্যতম সেরা এবং প্রভাবশালী ক্রীড়াবিদ হিসেবে বিবেচনা করা হয়।

আরও পড়ুন: ব্রাজিল ফুটবলের রঙে যেভাবে রঙিন হয় ‘সেলেসাও’ শব্দটি 

ক্রিফোস্পোর্টস/২৯ডিসেম্বর২৩/এমএস/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল