Connect with us
ক্রিকেট

শেষ ম্যাচে ভারতের বড় ব্যবধানে হার, সিরিজ জিতল শ্রীলঙ্কা

India lost the last match by a big margin, Sri Lanka won the series
ভারতের বিপক্ষে একাই ৫ উইকেট নিয়েছেন ওয়েল্লালাগে। ছবি- সংগৃহীত

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ভারতকে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে শ্রীলঙ্কা। প্রথম ম্যাচ ড্র হওয়ার হওয়ার পর দ্বিতীয় ম্যাচে ৩২ রানে জয় নিয়ে ১-০ তে এগিয়ে যায় স্বাগতিক লঙ্কানরা।আজ বুধবার (৭ আগস্ট)সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ভারতকে ১১০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ২-০ তে সিরিজ জয় নিশ্চিত করেছে চারিথ আসালাঙ্কার দল।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৪৮ রান সংগ্রহ করে স্বাগতিকরা। জবাবে ২৬.১ ওভার খেলে ১৩৮ রানে অলআউট হয়ে যায় ভারত।

শ্রীলঙ্কার ২৪৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারতকে দারুণ শুরু এনে দেন অধিনায়ক রোহিত শর্মা। তবে ইনিংস লম্বা করতে পারেননি এই ওপেনার। ১৩ বলে ৩১ রানের বিধ্বংসী এক ইনিংস খেলে ফিরে যান তিনি। দলীয় ৫৩ রানের মাথায় ব্যক্তিগত ৬ রানে ফিরে যান আরেক ওপেনার শুভমান গিলও।

আরও পড়ুন:

» কবে দেশে ফিরবেন সাকিব? যা জানা গেল

» পাকিস্তান সফরের নতুন সূচি প্রকাশ 

দুই ওপেনার ফিরে যাওয়ার পর বিপদে পড়ে ভারত। একের পর এক উইকেট হারাতে থাকে তারা। দলীয় ১০১ রানেই কোহলি-ঋষভ পন্তদের সহ ৮ উইকেট হারিয়ে বসে তারা। এরপর ওয়াশিংটন সুন্দরের ২৫ বলে ৩০ রানের ক্যামিওতে কিছুটা ব্যবধান কমাতে সক্ষম হয় ভারত। তবে এই অলরাউন্ডার ফিরে গেলে সেখানেই থেমে যায় সফরকারীদের ইনিংস।

শ্রীলঙ্কার পক্ষে ৫.১ ওভারে ২৭ রান দিয়ে ৫টি উইকেট শিকার করেছেন স্পিনার দুনিথ ওয়েল্লালাগে। এছাড়া আরেক মহেশ থিকশানা ২ টি এবং জেফরি ভ্যান্ডারসে ২টি উইকেট শিকার করেছেন।

এর আগে ব্যাটিংয়ে নেমে টপ অর্ডারের কল্যাণে দারুণ শুরু পেয়েছিল শ্রীলঙ্কা। ওপেনার আভিস্কা ফার্নান্দো মাত্র চার রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন। ১০২ বলে ৯৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন তিনি। এছাড়া আরেক ওপেনার পাথুম নিসাঙ্কা ৬৫ বলে ৪৫ রান করেছেন। তিন নম্বরে নামা কুশল মেন্ডিসও রানের দেখা পেয়েছেন। ৮২ বলে ৫৯ রান করেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। তবে মিডল অর্ডারের ব্যর্থতায় বড় স্কোর দাঁড় করাতে পারেনি লঙ্কানরা। শেষদিকে কামিন্দু মেন্ডিসের ১৯ বল ২৩ রানের ক্যামিওতে ২৪৮ রানে পুঁজি পায় স্বাগতিকরা।

ভারতের হয়ে বল হাতে তিন উইকেট শিকার করেছেন রিয়ান পরাগ। এছাড়া ১টি করে উইকেট নিয়েছেন চারজন বোলার।

ক্রিফোস্পোর্টস/৭আগস্ট২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট