Connect with us
ক্রিকেট

সংকটকালীন সময়ে পিসিবিকে পাশে পেল বিসিবি

PCB-BCB
ক্রিকেটারদের আগেভাগেই পাকিস্তান যাওয়ার প্রস্তাব দিয়েছে পিসিবি। ছবি- সংগৃহীত

দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে দেশের ক্রীড়াঙ্গনে থমথমে পরিবেশ বিরাজ করছে। সরকারের পদত্যাগের প্রভাব বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি) পড়েছে। আভাস মিলেছে রদবদলের। তবে এমন সংকটকালীন পরিস্থিতিতে ক্রিকেটারদের অনুশীলন কার্যক্রমে অনেকটা ব্যাঘাত ঘটেছে।

গতকাল (৬ আগস্ট) পাকিস্তানের উদ্দেশ্যে বাংলাদেশ ‘এ’ দলের দেশ ছাড়ার কথা ছিল। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সফরে সময়সূচি কিছুটা পেছানো হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে ‘এ’ দলের কয়েকটি অনুশীলন স্থগিত হয়েছে। যার ফলে পর্যাপ্ত প্রস্তুতি না নিয়েই পাকিস্তান সফরে যেতে হবে এনামুলদের।

সপ্তাহখানেক বাদেই দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দেবে জাতীয় দলের ক্রিকেটাররা। তবে দেশে বিরাজমান অস্থিরতার কারণে আসন্ন এই সিরিজের জন্য অনুশীলনের সুযোগ পায়নি ক্রিকেটাররা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্রিকেটারদের অনুশীলন নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে।

এমন সংকটকালীন সময়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) পাশে পেয়েছে বিসিবি। টেস্ট ম্যাচের আগে বাংলাদেশের ক্রিকেটাররা যাতে পর্যাপ্ত অনুশীলন করতে পারে, সে লক্ষ্যে নির্ধারিত সময়ের আগেই পাকিস্তানে যাওয়ার প্রস্তাব দিয়েছে পিসিবি। প্রথম টেস্টের ভেন্যু রাওয়ালপিন্ডিতে আগেই অনুশীলন করতে পারবে ক্রিকেটাররা।

আরও পড়ুন:

» জাতীয় দলের ফুটবলারকে ঘিরে দুঃসংবাদ

» শেষ ম্যাচে ভারতের বড় ব্যবধানে হার, সিরিজ জিতল শ্রীলঙ্কা 

পিসিবির সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম পিটিআই এক প্রতিবেদনে বলেছে, টেস্ট সিরিজের জন্য আগেভাগেই পাকিস্তান সফর করতে পারবে বাংলাদেশ। সেখানে অনুশীলনের জন্য পর্যাপ্ত সুবিধাও পাবে টাইগার ক্রিকেটাররা।

আগামী ১৫ বা ১৬ আগস্ট পাকিস্তানের পথে উড়াল দেবে বাংলাদেশ। তবে বিসিবি চাইলে ক্রিকেটারদের আগেভাগেই সেখানে পাঠাতে পারবে।

ক্রিফোস্পোর্টস/৭আগস্ট২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট