Connect with us
ক্রিকেট

কবে দেশে ফিরবেন সাকিব? যা জানা গেল

Shakib Al Hasan
সাকিব আল হাসান। ছবি- সংগৃহীত

গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলতে বর্তমানে কানাডায় অবস্থান করছেন সাকিব আল হাসান। চলতি মাসেই দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান সফর করবে বাংলাদেশ। আসন্ন এই সিরিজে অংশ নিতে দেশে ফেরার কথা রয়েছে সাকিবের। তবে সরকারের পদত্যাগের পর এই তারকা অলরাউন্ডারের দেশে ফেরা নিয়ে অনেকটা শঙ্কা জেগেছে।

দ্বাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগের হয়ে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন সাকিব। তবে প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং সংসদ বিলুপ্ত হওয়ায় কিছুটা বিপাকে পড়েছেন তিনি। সম্প্রতি গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলার সময়ে প্রবাসী বাংলাদেশিদের লাঞ্ছনার শিকার হয়েছেন এই ক্রিকেটার। দেশে ফিরলেও তার সঙ্গে এ ধরনের ঘটনা ঘটতে পারে। তাই তার দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

আজ বুধবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাকিবের দেশে ফেরা প্রসঙ্গে কথা বলেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের সহকারি ম্যানেজার শাহরিয়ার নাফীস। তিনি বলেন, ‘সাকিব আল হাসানের এনওসি আছে ১২ই আগস্ট পর্যন্ত। ১৩ই আগস্ট তার দেশে এসে আমাদের কাছে রিপোর্ট করার কথা রয়েছে। তার সঙ্গে আমরা যোগাযোগ করে তার পরিকল্পনা জানার চেষ্টা করব।’

আরও পড়ুন:

» পাকিস্তান সফরের নতুন সূচি প্রকাশ

» বিশ্বকাপ আয়োজনে আইসিসির তালিকায় বাংলাদেশের বিকল্প যেসব দেশ 

তিনি আরও বলেন, সংসদ বাতিল হওয়ায় সাকিবা আর এখন সংসদ সদস্য নন। এখন উনি শুধু ক্রিকেটার। সকলেরই নিরাপত্তার ব্যাপার রয়েছে। তার ১২ ই আগস্ট পর্যন্ত এনওসি রয়েছে। এরপর তার দলে জয়েন করার কথা। পাকিস্তান সিরিজের জন্য এখনও বাংলাদেশের দল ঘোষণা করা হয়নি। দল ঘোষণার পর সাকিব দলে থাকলে একরকম, আর না থাকলে তো তার এনওসি লাগছে না।’

সাকিব আওয়ামী লীগের হয়ে সম্প্রতি রাজনীতিতে যুক্ত হলেও তার সবচেয়ে বড় পরিচয় তিনি একজন ক্রিকেটার। ক্রিকেট খেলেই নামডাক, দেশের মানুষের অনেক ভালোবাসা পেয়েছেন তিনি। বিশেষ করে এদেশের তরুণ প্রজন্ম তাকে আইডল হিসেবে অনুসরণ করে। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অন্যান্য ক্রিকেটাররা সমর্থন জানালেও নীরব ছিলেন সাকিব। আর তার নীরবতাই ব্যথিত করেছেন দেশের লক্ষ লক্ষ ভক্তকে। যার ফলে অনেকে তাকে বয়কট করছেন। আর সরকারের পদত্যাগে তার দেশে ফেরাটাও অনিশ্চয়তায় রূপ নিয়েছে।

ক্রিফোস্পোর্টস/৭আগস্ট২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট