Connect with us
ক্রিকেট

বিশ্বকাপ ফাইনাল: আট উইকেট হারিয়ে বিপদে ভারত

কোহলির উইকেট নেওয়ার পর কামিন্স। ছবি- ক্রিকইনফো

আজ বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হয়েছে ক্রিকেট বিশ্বের সবচেয়ে আকাঙ্ক্ষিত টুর্নামেন্ট ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল। স্বাগতিক ভারতের বিপক্ষে টসে জিতে ফিল্ডিং করছে অস্ট্রেলিয়া। তবে ৪৫ ওভারের আগেই ৮ উইকেট তুলে নিয়ে ভারতকে  অনেকটা চাপে ফেলে দিয়েছে প্যাট কামিন্সের দল। 

চলমান বিশ্বকাপে ভারত দুর্দান্ত ছন্দে রয়েছে। তবে প্রতি ম্যাচের মতো ফাইনালেও শুরুটা দুর্দান্ত করলেও ধীরে ধীরেই কিছুটা চেপে যায় ভারত। পাওয়ার প্লেতে ২ উইকেট হারানোর পাশাপাশি ১০০ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলে ভারত।

প্রথম ১০ ওভার দ্রুত গতিতে রান তুললেও ৩ উইকেট হারানোর পরই কমতে থাকে রানের গতি। শুভমান গিল, রোহিত শর্মা ও শ্রেয়াস আইয়ার কে হারানোর পর ম্যাচের হাল ধরেন কোহলি ও রাহুল। তারা দু’জন মিলে ৬৭ রানের জুটি গড়ে দলকে কিছুটা শক্ত অবস্থানে নিয়ে আসেন।

২৯ তম ওভারে কামিন্সের বলে কোহলি বোল্ড হয়ে ফিরে গেলে বিপদে পড়ে যায় ভারত। বিপদ সামাল দিতে আসা জাদেজাও কিছুক্ষণ পরেই ফিরে যান সাজঘরে। ১০৭ বলে ৬৬ করা রাহুলও ফিরে যান স্টার্কের শিকার হয়ে। সবশেষ খবর, ৪৫ ওভার খেলে ৮ উইকেটে হারিয়ে ভারতের সংগ্রহ ২১৫ রান। বর্তমানে মাঠে রয়েছেন সূর্যকুমার ও কুলদীপ যাদব।

আরও পড়ুন: ফ্রান্সের জয়ের রাতে নতুন ইতিহাস ও একাধিক রেকর্ড

ক্রিফোস্পোর্টস/১৯নভেম্বর২৩/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট