Connect with us
ক্রিকেট

চলতি বিপিএলে তামিমের সামনে একাধিক রেকর্ড গড়ার সুযোগ

Tamim Iqbal bpl 2024
তামিম ইকবাল। ছবি- সংগৃহীত

দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকলেও চলতি বিপিএলে ব্যাট হাতে উজ্জ্বল ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। ইতোমধ্যে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে নিজের দলকে তুলেছেন বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে। টুর্নামেন্টের বাকি ম্যাচে তামিমের সামনে আছে একাধিক রেকর্ড গড়ার সুযোগ।

চলতি বিপিএলে দারুন ফর্মে রয়েছেন দেশ সেরা এই ওপেনার। এখন পর্যন্ত এই আসরে তিন ফিফটিতে ১৩ ম্যাচে তামিম করেছেন ৪৪৩ রান। এখনও তার হাতে আছে দুই ম্যাচ। সুযোগ থাকছে রান সংখ্যা আরও বাড়িয়ে নেওয়ার। যদিও কোয়ালিফায়ারে হারলে এক ম্যাচেই শেষ হবে তামিমের এই বিপিএল যাত্রা।

তামিমের সামনে হাতছানি দিচ্ছে বিপিএলের এক আসরে নিজের সর্বোচ্চ রান টপকে যাওয়ার সুযোগ। এর আগে ২০১৬ সালে বিপিএল এর এক আসরে তিনি করেছিলেন নিজের সর্বোচ্চ ৪৭৬ রান। চলতি আসরে আর মাত্র ৩৪ রান করলেই ৮ বছর আগের নিজের সেই রেকর্ড ভেঙে দেবেন তামিম।

তবে তামিমের কাছে রয়েছে আরও একটি দারুণ সুযোগ বিপিএল ইতিহাসের এক আসরে সর্বোচ্চ রান করার। গেল বছরে সিলেটের হয়ে এক আসরে সর্বোচ্চ ৫১৬ রান করার রেকর্ড গড়েছিলেন নাজমুল হোসেন শান্ত। শান্ত ছাড়া এই টুর্নামেন্টে এখন পর্যন্ত এক আসরে পাঁচশোর বেশি রান করতে পারেননি কেউ।

এক আসরে সর্বোচ্চ রান করার তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন মুশফিকুর রহিম। ২০১৯-২০ মৌসুমে খুলনা টাইগার্সের হয়ে ৪৯১ রান করেছিলেন মুশি। চলতি আসরে আর মাত্র ৭৩ রান করলে তামিম ইকবাল টপকে যাবেন নাজমুল শান্তর সেই রেকর্ড। তবে এই রেকর্ডের দৌড়ে তামিমের সঙ্গে আছেন তরুণ তুর্কি তাওহীদ হৃদয়।

চলতি টুর্নামেন্টে হৃদয় এখন পর্যন্ত ১৩ ম্যাচে ৪৪৭ রান করে এখনো পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় আছেন শীর্ষস্থানে। বিপিএলের এই আসরে তার নামের পাশে রয়েছে এক সেঞ্চুরি ও দুই ফিফটি। তবে তাওহীদ হৃদয়ের কাছে রয়েছে কেবল এক ম্যাচ, সেটিও ফাইনালে। তাই তামিম ইকবালের কাছে ভালো সুযোগ থাকবে চলতে আসরে সর্বোচ্চ রান সংগ্রহ করার।

আরও পড়ুন: নতুন প্রীতি ম্যাচ খেলার ঘোষণা দিলো ব্রাজিল

ক্রিফোস্পোর্টস/২৮ফেব্রুয়ারি২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট