Connect with us
ক্রিকেট

তৃতীয় সন্তানের বাবা হলেন কেন উইলিয়ামসন

Kane Williamson's 3rd kids
তৃতীয় সন্তানের বাবা হলেন উইলিয়ামসন। ছবি- উইলিয়ামসন

সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছুটিতে ছিলেন কেন উইলিয়ামসন। এবার অজিদের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর একদিন আগে সুখবর দিলেন নিজের কন্যা সন্তান আগমনের। উইলিয়ামসন এবং তাঁর বান্ধবী সারা রহিমের তৃতীয় সন্তান এটি।

গতকাল মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাতে নিজের ইনস্টাগ্রাম একাউন্টে পোস্ট দিয়ে এই সংবাদ নিশ্চিত করেছেন কেন উইলিয়ামসন নিজেই। সেই পোস্টে তিনি লেখেন, ‘অবশেষে আমরা তিন হলাম। এই পৃথিবীতে স্বাগত ছোট্ট মেয়ে। তুমি আসায় আমরা খুব খুশি। দারুণ একটা যাত্রা অপেক্ষা করছে।’

তাঁর বান্ধবী সারা ইংল্যান্ডের ব্রিস্টলের এক হাসপাতালের নার্স। ২০১৫ সালে ইংল্যান্ডে চিকিৎসা করাতে গিয়ে সারার সঙ্গে আলাপ হয় উইলিয়ামসনের। তখন থেকেই একসঙ্গে থাকছেন তাঁরা। তাদের তৃতীয় সন্তান আগমনের সংবাদ জানার পর থেকেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা পাচ্ছেন তারা।

এর আগে ২০১৯ সালে উইলিয়ামসন এবং সারার পরিবারে প্রথম কন্যা সন্তান হিসেবে আগমন ঘটে ম্যাগির। ২০২২ সালে উইলিয়ামসনের ঘরে জন্ম হয় তাদের এক ছেলে সন্তানের। এবার নিজেদের দ্বিতীয় কন্যা সন্তানের মুখ দেখলেন তারা।

কন্যা সন্তান জন্ম দেওয়ার আগে স্ত্রীর পাশে থাকতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন উইলিয়ামসন। তবে জানা যাচ্ছে, আগামীকাল থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে প্রথম থেকেই থাকবেন তিনি।

আরও পড়ুন: চলতি বিপিএলে তামিমের সামনে একাধিক রেকর্ড গড়ার সুযোগ

ক্রিফোস্পোর্টস/২৮ফেব্রুয়ারি২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট