Connect with us
ফুটবল

রোমাঞ্চিত মার্টিনেজ বললেন, আমি তোমাদের ভালোবাসি

রোমাঞ্চিত মার্টিনেজ
বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ছবি- গুগল

রোমাঞ্চিত মার্টিনেজ বললেন, আমি তোমাদের ভালোবাসি:

কয়েকদিন আগেই খবর বেরিয়েছিল বাংলাদেশে আসছেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। এবার সেই খবর সত্যি হলো।

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নিজেই জানিয়েছেন, বাংলাদেশে আসছেন এই গোলরক্ষক।

জানা গেছে, আগামী ৫ জুলাই ভারতীয় উপমহাদেশ ভ্রমণে আসবেন কাতার বিশ্বকাপের সেরা এই গোলকিপার। তখন একদিনের সফরে ঢাকায় আসার কথা রয়েছে তার। ৩ জুলাই ঢাকায় আর শেষ দুদিন কলকাতায় থাকবেন মার্টিনেজ।

WATCH: Emiliano Martinez charges at police officer & attempts to take his baton as Argentina vs Brazil erupts into chaos due to fan violence

এদিকে আগামী বুধবার মার্টিনেজের এজেন্ট শতদ্রু দত্ত ঢাকায় আসবেন। পরদিন বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক এ বিষয়ে ঘোষণা দেওয়ার কথা রয়েছে।

সফরটি নিয়ে রোমাঞ্চিত মার্টিনেজ লিখেছেন ‘আমি জানি কলকাতা ও বাংলাদেশে আর্জেন্টিনার অনেক ভক্ত রয়েছে। তাদের সঙ্গে আমার দেখা হবে, আমি রোমাঞ্চিত। আমি তোমাদের ভালোবাসি।’

উল্লেখ্য, দীর্ঘ ৩৬ বছর পর তৃতীয়বারের মতো মেসির নেতৃত্বে সোনালী ট্রফি ঘরে তুলেছে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপে দুর্দান্ত খেলে সেরা গোলকিপারের স্বীকৃতি হিসেবে গোল্ডেন গ্লোভস জিতে নিয়েছেন তিনি।

আরও পড়ুন: মরুর বুকে দুঃসহ এক রাত পার করলেন রোনালদো

ক্রিফোস্পোর্টস/২৯মে২৩/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল