Connect with us
ক্রিকেট

ফ্রাঞ্চাইজি লিগ খেলতে কত দিনের ছুটি পেলেন ক্রিকেটাররা?

বিদেশি লিগ খেলতে দেশ ছেড়েছেন টাইগার ক্রিকেটাররা। ছবি- মুস্তাফিজ

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিযান শেষে গত শুক্রবারে দেশে ফিরেছে টাইগার ক্রিকেটাররা। বর্তমানে সপ্তাহ দুয়েকের ছুটিতে থাকবেন বিশ্বকাপ ফেরত ক্রিকেটাররা। ক্যারিবিয়ান থেকেই নিজ নিজ দেশে ছুটিতে চলে গেছেন বিদেশে কোচিং স্টাফরা। তবে বৈশ্বিক এই টুর্নামেন্ট শেষে এবার বিদেশি ফ্রাঞ্চাইজি লিগ খেলতে ব্যস্ত সময় পার করবে একাধিক টাইগার ক্রিকেটার।

বিশ্বকাপের পর এবার চলতি মাসেই ৭ টাইগার ক্রিকেটার বিদেশে যাবে ফ্রাঞ্চাইজি লিগ খেলতে। অনেকটা সে কারণেই আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক অ্যাওয়ে স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টাইগার ক্রিকেটারদের বিদেশি লিগ খেলার ছাড়পত্র দিয়েছে বোর্ড। লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) অংশ নিতে ইতোমধ্যে দেশ ছেড়েছেন মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং তাওহীদ হৃদয়।

আজ থেকেই শুরু হবে এলপিএলের পঞ্চম আসর। যেখানে উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে মুস্তাফিজ ও তাওহিদ হৃদয়ের দল ডাম্বুলা থান্ডার্স। আর ৬ জুলাই থেকে মাঠে গড়াবে আমেরিকান মেজর লিগ ক্রিকেট (এমএলসি)। যেখানে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে খেলবেন সাকিব আল হাসান। এরপর কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগেও অংশ নেবেন এই টাইগার অলরাউন্ডার।

গ্লোবাল টি-টোয়েন্টি লিগে জাতীয় দলের সতীর্থ শরিফুল ইসলামের সঙ্গে মাঠ মাতাবেন বাংলা টাইগার্সের জার্সিতে। একই টুর্নামেন্টে রিশাদ হোসেন খেলবেন টরোন্টো ন্যাশনালস এবং মোহাম্মদ সাইফউদ্দিন খেলবেন মন্ট্রিয়েল টাইগার্সের হয়ে। প্রত্যেকেই ইতোমধ্যে পেয়ে গেছেন বিসিবির কাছ থেকে (এনওসি) বা বিদেশি লিগ খেলার ছাড়পত্র।

ক্রিকেটারদের ছাড়পত্রের মেয়াদ সম্পর্কে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে জানান, অনেকে গ্লোবাল (কানাডা) টি-টোয়েন্টি খেলবে। গ্লোবাল টি-টোয়েন্টি এবং শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি লিগে (এলপিএল) খেলবে চারজন। এনওসি পাওয়া ক্রিকেটারদের ১০ আগস্টের আগে রিপোর্ট করতে বলা হয়েছে।

আগামী ৯ আগস্ট পর্যন্ত এনওসি (অনাপত্তিপত্র) পেয়েছেন সাকিব, মুস্তাফিজসহ বাকি ক্রিকেটাররা। এরপরই পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলার জন্য বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন তারা। এর আগে বর্তমানে চট্টগ্রামে চলছে বিশ্বকাপ স্কোয়াডের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে টাইগার্স ক্যাম্প। বিশ্বকাপ ফেরত ক্রিকেটারদের ছুটি শেষ হলে তারাও যোগ দেবেন এই ক্যাম্পে।

আরও পড়ুন: বিশ্বকাপ জিতে অনুশকাকে নিয়ে কোহলির আবেগঘন বার্তা

ক্রিফোস্পোর্টস/১জুলাই২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট