Connect with us
ফুটবল

ক্রিস্টিয়ানো রোনালদোর সন্তান কয়জন?

How many children does Cristiano Ronaldo have?
পরিবারের সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি- সংগৃহীত

যেকোনো তারকার ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের জানার অনেক আগ্রহ থাকে। তবে কিছু কিছু তারকা তাদের ব্যক্তিগত জীবন নিয়ে মানুষকে জানালেও অনেকেই আড়াল করে রাখেন। তবে ফুটবলের বিখ্যাত তারকা ক্রিস্টিয়ানো রোনালদো তার ব্যক্তিগত জীবনকে আড়াল করেন না। সামাজিক যোগাযোগমাধ্যমে তার পারিবারিক মুহূর্তগুলোও সবসময় শেয়ার করেন এই পর্তুগিজ তারকা। তবে অনেকেরই জানার ইচ্ছা থাকে তার সন্তান কয়জন?

রোনালদো তার সন্তানের সংখ্যাও কখনো আড়াল করেননি। তিনি প্রতিনিয়তই সামাজিক যোগাযোগমাধ্যমে তার সন্তানাদি ও পরিবার নিয়ে ছবি শেয়ার করেন। যেখান থেকে এ বিষয়ে অনেক ধারণা পাওয়া যায়।

সম্প্রতি রোনালদো তার দুই জমজ সন্তান ইভা ও মাতেওকে তাদের জন্মদিনের শুভেচ্ছা জানান। তাদের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন আমার ভালোবাসা ইভা এবং মাতেও। বাবা তোমাদের অনেক ভালোবাসে।’

রোনালদোর সন্তান সংখ্যা মোট ৫ জন। যার মধ্যে সবচেয়ে বড় ক্রিস্টিয়ানো জুনিয়র। ২০১০ সালে জন্মগ্রহণ করেন তিনি। এছাড়া দুই জমজ সন্তান ইভা ও মাতেও এবং চতুর্থ ও পঞ্চম সন্তান আলানা ও বেল্যা

বান্ধবী জর্জিনা রদ্রিগেজ ও পাঁচ সন্তান নিয়ে খুব সুখী পরিবার রোনালদোর। ফুটবল তাকে নাম, খ্যাতি, অর্থ-বিত্ত সব দিয়েছে। তবে তার কাছে পরিবার সবার আগে, পরিবারের প্রধান্যই বেশি। বৃহস্পতিবার (৬ জুন) তার এই সুখী পরিবার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করেন রোনালদো। যার ক্যাপশনে তিনি লেখেন, ‘পরিবার আগে।’

অর্থাৎ রোনালদোর কাছে সবকিছুর ঊর্ধ্বে পরিবার। পরিবারের সঙ্গে সময় কাটাতে অনেক ভালোবাসেন তিনি। তার সন্তানদের যথাযথ খেয়ালও রাখেন এই পর্তুগিজ সুপারস্টার।

আরও পড়ুন: ভারত-পাকিস্তান ম্যাচের আগে বাবরদের হঠাৎ টিম হোটেল পরিবর্তন 

ক্রিফোস্পোর্টস/৬জুন২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল