Connect with us
ফুটবল

১৬০ ধাপ এগিয়ে থাকা অস্ট্রেলিয়ার কাছে ‘সম্মানজনক হার’ বাংলাদেশের

Fifa World Cup Qualifier_Bangladesh vs Australia
অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। ছবি- সংগৃহীত

বিশ্বকাপ এবং এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বের দ্বিতীয় লেগের ম্যাচে আজ (বৃহস্পতিবার) অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এই ম্যাচে সরাকুদের বিপক্ষে ২-০ গোলে হেরেছে লাল-সবুজের দল। তবে ম্যাচ শেষ সময় পর্যন্ত দারুণ লড়াই করেছে হাভিয়ের কাবরেরার শিষ্যরা।

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ১৬০ ধাপ এগিয়ে অস্ট্রেলিয়া। তার আগে থেকেই হার অনেকটা নিশ্চিত ছিল বাংলাদেশের। তাছাড়া প্রথম লেগের ম্যাচে অস্ট্রেলিয়ার মাটিতে ৭-০ তে হেরেছিল জামালরা। তবে দ্বিতীয় লেগের ম্যাচে হোম অ্যাডভান্টেজ নিয়ে ভালো করার প্রত্যাশা করেছিল লাল-সবুজের দল।

প্রত্যাশার অনেকটাই করে দেখিয়েছে বাংলাদেশ। ৬ বার বিশ্বকাপে অংশ নেয়া অস্ট্রেলিয়াকে রুখতে না পারলেও ম্যাচজুড়ে দারুণভাবে লড়াই করে হারের ব্যবধান অনেক কমিয়েছে হাভিয়ের কাবরেরার শিষ্যরা।

এদিন বসুন্ধরার কিংস অ্যারেনায় প্রথম গোলটা অবশ্য সৌভাগ্যক্রমেই পেয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচের ২৯ মিনিটে প্রতিপক্ষের দূরবর্তী শট বক্সের বাইরে দাঁড়িয়ে থাকা মেহেদি মিঠুর পায়ে লেগে দিক পরিবর্তন হয়ে যায়। এতে পরাস্ত হন গোলরক্ষক মিতুল মার্মা, জালে জড়ায় বল। আত্মঘাতী গোলে এগিয়ে যায় সকারুরা।

ম্যাচের দ্বিতীয় গোলটি আসে ৬১ মিনিটের মাথায়। বক্সের মধ্যে কুসিনি এংগির হেডে দ্বিতীয়বারের মতো বল জালে জড়ায় সফরকারী। ম্যাচজুড়ে আরও কয়েকবার আক্রমণে গিয়েছিল সকারুরা। তবে তারিক-তপুরা তাদেরকে আটকে দিয়েছেন।

এদিন চিরচেনা আগ্রাসী শৈলিতে খেলতে পারেনি অস্ট্রেলিয়া। গতকাল বৃষ্টি হওয়ার কারণে মাঠ কিছুটা কর্দমাক্ত হয়ে যায়। যে কারণে কিছুটা বাধাগ্রস্ত হয় সফরকারী। তবে মাঠা ভেজা থাকার কারণে বাংলাদেশ কয়েকবার কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টা করেও পারেনি।

পুরো ম্যাচজুড়ে অস্ট্রেলিয়ার অন টার্গেট শট ছিল ৪টি, যেখানে বাংলাদেশ অন টার্গেটে কোনো শট রাখতে পারেনি। আর বল দখলেও অনেকটাই এগিয়ে ছিল সফরকারীরা, যেখানে অস্ট্রেলিয়ার দখলে ছিল ৭৩ শতাংশ এবং বাংলাদেশের দখলে ছিল ২৭ শতাংশ। তবে এ নিয়েই সন্তুষ্ট হাভিয়ের কাবরেরার দল।

আরও পড়ুন: ক্রিস্টিয়ানো রোনালদোর সন্তান কয়জন? 

ক্রিফোস্পোর্টস/৬জুন২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল