Connect with us
ফুটবল

স্কালোনিকে ঘিরে সুখবর, স্বস্তি ফিরেছে আর্জেন্টিনা শিবিরে

Lionel Scaloni
স্কালোনিকে ঘিরে সুখবর, স্বস্তি ফিরেছে আর্জেন্টিনা শিবিরে। ছবি- সংগৃহীত

বিশ্বকাপের বাছাইপর্বে ব্রাজিলের বিপক্ষে জয়ের পর এক সাক্ষাৎকারে বিদায়ের ইঙ্গিত দেন মেসিদের বিশ্বকাপ জেতানো কোচ স্কালোনি। জানা যায়, আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় বিদায়ের ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে নতুন করে একটি আর্জেন্টাইন সংবাদমাধ্যম দাবি করেছে, আসন্ন কোপা আমেরিকার ড্রতে থাকবেন তিনি।

জাতীয় দলে কোচের দায়িত্বে থাকবেন কিনা সে বিষয়ে ক্লদিও তাপিয়ার সাথে আলোচনা করার কথা ছিলো স্কালোনির। তবে তার মাঝেই জানা যায়, আসন্ন কোপা আমেরিকার ড্র অনুষ্ঠানে মেসিদের হয়ে প্রতিনিধিত্ব করবেন না তিনি।

কিন্তু সকল জল্পনার অবসান ঘটিয়ে কোপার ড্রতে থাকছেন স্কালোনি- এমনটাই দাবি করেছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস। তারা জানায়, তার থাকা না থাকা নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন ওঠার পর স্কালোনি জানিয়েছেন যে তিনি আসন্ন কোপা আমেরিকার ড্র অনুষ্ঠানে থাকবেন। আগামী ডিসেম্বরের ৭ তারিখে যুক্তরাষ্ট্রের মায়ামি শহরে আসন্ন কোপা আমেরিকার ড্র অনুষ্ঠিত হবে।

তবে পরবর্তীতে স্কালোনি জাতীয় দলের দায়িত্ব থাকবেন কিনা তা নিয়ে কিছু জানা যায়নি। টিওয়াইসি এর দাবি, ধারণা করা হচ্ছে স্কালোনির সাথে এএফএ’র সম্পর্কের উন্নতি হয়েছে। তাছাড়া ড্র অনুষ্ঠান সামনে রেখে ক্লদিও তাপিয়ার সঙ্গে তার বৈঠক হওয়ারও কথা রয়েছে।

এর আগে গত ২২ নভেম্বর মারাকানায় ব্রাজিলকে হারানোর পর ফাকা গ্যালারির সামনে কোচিং স্টাফদের নিয়ে ছবি তোলেন তিনি এবং এক সাক্ষাৎকারে নিজের বিদায়ের বিষয়ে ইঙ্গিত দিয়ে রাখেন। তিনি বলেছিলেন, ‘দলের এখন এমন কাউকে প্রয়োজন, যার সমস্ত ক্ষমতা রয়েছে দলকে দেওয়ার মতো।’

 

আরও পড়ুন: মেজর লিগ সকারের সেরা একাদশে জায়গা হলো না মেসির

ক্রিফোস্পোর্টস/২৯নভেম্বর২৩/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল