Connect with us
ফুটবল

ফরাসি স্ট্রাইকার এমবাপ্পে যেন গোল মেশিন

কিলিয়ান এমবাপ্পে। ছবি- গুগল

তার প্রতিটা ম্যাচেই গোল উৎসবে মাতেন, তিনি ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। এবার কাতার বিশ্বকাপে ছুটেন উল্কার বেগে। আসরে সর্বোচ্চ ৮ গোল করে জিতে নেন গোল্ডেন বুট। এছাড়া দুই বিশ্বকাপেই করেন ১২টি গোল। এখন তার সামনে আছেন আর মাত্র ৫ জন। যে গতিতে তিনি এগিয়ে যাচ্ছেন এতে হয়তো পরের বিশ্বকাপেই সবাইকে ছাপিয়ে যাবেন এমবাপ্পে। ছুয়ে ফেলবেন বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ডটিও।

এদিকে ২০১৮ সালের বিশ্বকাপে প্রথম খেলতে নেমে ৪টি গোল করেন। এবার করেন ৮টি গোল। বিশ্বকাপে গোলদাতাদের তালিকায় পেলের সঙ্গে সমানভাবে পঞ্চম স্থানে আছেন এই ফরাসি স্ট্রাইকার।

তার আগে রয়েছেন লিওনেল মেসি ও ফ্রান্সেরই জাঁ ফন্তেইন। তাদের গোল সংখ্যা ১৩টি। জার্মানির গার্ড মুলারের আছে ১৪টি গোল। তিনি রয়েছেন তালিকার ৩য় স্থানে। ১৫টি গোল করে দ্বিতীয় স্থানে রয়েছেন রোনালদো নাজারিও। শীর্ষে জার্মানির মিরোস্লাভ ক্লোসা। তার গোলের সংখ্যা মোট ১৬টি।

এর মানে ক্লোসার সেই একর্ড ভাঙতে পরের বিশ্বকাপে আরো পাঁচটি গোল করতে হবে এমবাপ্পকে। তার বয়স এখন মাত্র ২৩ বছর। যদি ইনজুরি কিংবা কোনো অঘটন না ঘটে তবে এখনও অন্তত দুইটি বিশ্বকাপ খেলতে পারবেন তিনি।

আরও পড়ুন: প্লেয়ার্স বায়োগ্রাফি: মাশরাফি বিন মর্তুজা

ক্রিফোস্পোর্টস/১৯ডিসেম্বর২২/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল