Connect with us
ক্রিকেট

অবশেষে নাটকের অবসান, পদত্যাগ করলেন পাপন

Crifo PAPAN
অবশেষে নাটকের অবসান, পদত্যাগ করলেন পাপন

সবকিছু আগেই গোছানো ছিল, এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির গুরুত্বপূর্ণ বোর্ড সভা থেকে পদত্যাগ করলেন বিসিবি বস নাজমুল হাসান পাপন। বুধবার বেলা ১১টায় সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে এই জরুরি সভায় পদত্যাগ করেন পাপন।

শেখ হাসিনার পলায়ন ও আওয়ামী লীগ সরকার পরিবর্তনের পর বিসিবি সভাপতি বিদেশে চলে যান। সেখান থেকেই অনলাইনে মিটিংয়ে যোগ দেন এবং পদত্যাগ করেন। এখনও চলছে বিসিবির জরুরি বোর্ড সভা। গুরুত্বপূর্ণ অনেক সিদ্ধান্ত এখনো বাকি।

এদিকে বিসিবির আজকের এই বোর্ড সভা আহবানের ক্ষেত্রে বলা হয়েছে “সভাপতির আদেশক্রমে”। কারণ তৃতীয় মেয়াদে বিসিবির সভাপতি হবার পর বিসিবির পরিচালনা পরিষদে দু’জন সহ-সভাপতির কাউকে নিয়োগ দেননি পাপন।

আরও পড়ুন:

» বাংলাদেশ বনাম পাকিস্তান : প্রথম টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

» বাংলাদেশ থেকে সরে গেল নারীদের বিশ্বকাপ, কোথায় হবে আসর?

অন্যদিকেজাতীয় দলের অধিনায়ক এবং প্রধান নির্বাচক ফারুক আহমেদের বোর্ড পরিচালক হিসেবে নিয়োগের প্রজ্ঞাপন জারি করবে জাতীয় ক্রীড়া পরিষদ। ফারুক আহমেদের সাথে বোর্ড পরিচালক হিসেবে এনএসসির কোটায় দায়িত্ব পেতে পারেন কোচ নাজমুল আবেদীন ফহিমও।

এর আগে বিসিবি থেকে পদত্যাগ করেন জালাল ইউনূস। তবে এনএসসির কোটায় পরিচালক হওয়া আহেমদ সাজ্জাদুল আলম ববি’কে পদত্যাগ করতে বলা হলেও, তিনি পদত্যাগ করেননি।

ক্রিফোস্পোর্টস/২১আগস্ট২৪/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট