Connect with us
ক্রিকেট

বাংলাদেশ ক্রিকেট পেল নতুন অভিভাবক, কে এই ফারুক আহমেদ

ফারুক আহমেদ। ছবি- সংগৃহীত

বেশ কিছুদিন যাবত শোনা যাচ্ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হতে যাচ্ছেন ফারুক আহমেদ। এবার আনুষ্ঠানিক ভাবেই সেই ঘোষণা দিল বিসিবি। আজ সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে আয়োজিত বিসিবির বিশেষ বৈঠক থেকে এসেছে এমন সিদ্ধান্ত। এতে করে দীর্ঘদিন পর বিসিবি প্রধানের পথ থেকে সরে গেলেন নাজমুল হাসান পাপন।

জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে বিসিবিতে পরিচালক হিসেবে মনোনীত হয়েছেন ফারুক আহমেদ। আর আজ বিসিবির সভায় উপস্থিত এক-তৃতীয়াংশ পরিচালক বা কোরামের ভোটে নতুন বোর্ড সভাপতি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে সাবেক এই জাতীয় দলের অধিনায়ক ও বিসিবির প্রধান নির্বাচক হিসেবে এক সময় দায়িত্ব পালন করা ফারুক আহমেদকে।

এদিকে বাংলাদেশ জাতীয় দলের হয়ে ১৯৮৮ সালে পাকিস্তানের বিপক্ষে অভিষেক হয়েছিল ফারুক আহমেদের। ১৯৯৯ সাল পর্যন্ত লাল-সবুজের জার্সিতে ৭ ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি। ফারুক আহমেদের নেতৃত্বে ১৯৯৪ সালের আইসিসি ট্রফি খেলেছিল বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর বেশ অনেকটা সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন তিনি।

এর আগে দুই দফায় প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেছেন ফারুক আহমেদ। প্রথমবার ২০০৩ থেকে ২০০৭ পর্যন্ত এই পদে ছিলেন তিনি। এরপর ২০১৩ থেকে ২০১৬ পর্যন্ত আবারো প্রধান নির্বাচকের দায়িত্বে কাজ করেছেন সাবেক এই ক্রিকেটার। দুই মেয়াদে তিনি উপহার দিয়েছেন অনেক তরুণ প্রতিভা। তার মেয়াদে দলও পেয়েছিল স্মরণীয় অনেক সাফল্য।

প্রসঙ্গত, সম্প্রতি ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের পর দেশের প্রায় সকল সেক্টরে আসতে শুরু করেছে পরিবর্তন। এমনকি ক্রীড়াঙ্গনেও রাজনৈতিক প্রভাব খাটানো অসংখ্য সংগঠক আছেন আত্মগোপনে কিংবা ছেড়েছেন নিজের দায়িত্ব। বিসিবির সদ্য সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন বেশ কিছুদিন সকলের আড়ালে থাকার পর এবার পদত্যাগ করেছেন।

আরও পড়ুন: অবশেষে নাটকের অবসান, পদত্যাগ করলেন পাপন

ক্রিফোস্পোর্টস/২১আগস্ট২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট