Connect with us
ফুটবল

অবশেষে সেই শিরোপা উঠল সাগরিকাদের হাতে

U-19 women football team bangladesh
বাংলাদেশের হাতে সাফের শিরোপা। ছবি- সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ বনাম ভারতের ম্যাচে ফল বের করতে টস কাণ্ড—পরে শিরোপা ভাগাভাগি। দশ দিন আগের সেই দৃশ্য এখনো ভুলে যাননি সমর্থকরা। তখন আলোচনা করে দুদলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। তখন ট্রফি নিয়ে গিয়েছিল ভারত; দশদিন পর শিরোপা উঠেছে বাংলাদেশের মেয়েদের হাতে।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের হাতে সাফের শিরোপা তুলে দেওয়া হয়।

এদিনই সর্বোচ্চ গোলদাতা ও টুর্নামেন্ট সেরা হওয়ার পুরস্কার দেওয়া হয়েছে। দুটি পুরস্কারই পেয়েছেন বাংলাদেশের ফরোয়ার্ড সাগরিকা। নেপাল ও ভারতের বিপক্ষে দুটি করে গোল করেন সাগরিকা। তবে ট্রফির মতই সর্বোচ্চ গোলদাতার পুরস্কারে ভাগ নিয়েছেন ভারতের দুই ফুটবলার। তারাও সাগরিকার সমান ৪টি করে গোল করেছেন।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে মাঠে গড়ায় মেয়েদের সাফের ফাইনাল। ম্যাচটি নির্ধারিত সময়ে ১-১ সমতার পর টাইব্রেকারেও ১১-১১ ব্যবধানে শেষ হয়। পরে ম্যাচ কমিশনার টস করে ম্যাচের ফল নির্ধারণ করেন। টসে ভারত চ্যাম্পিয়ন হয়।

তবে সেই টস কাণ্ড নিয়েই বাধে জটিলতা। টস নিয়মে নেই বলে ফের টাইব্রেকারে যাওয়ার চেষ্টা করা হয়। প্রায় দুঘণ্টার নাটকীয়তার পর ট্রফি ভাগাভাগিতে মেলে সমাধান।

আরও পড়ুন: শেষ মুহূর্তে পেনাল্টিতে নাটক, গোলরক্ষকের ভুলে জিতলো বার্সা

ক্রিফোস্পোর্টস/১৮ফেব্রুয়ারি২৪/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল