Connect with us
ফুটবল

প্রিমিয়ার লিগে টানা ৬ ম্যাচে গোল করলেন হয়লুন্দ

Rasmos Hojlund English footballer in Manchester United
রাসমুস হয়লুন্দ। ছবি- ম্যানচেস্টার ইউনাইটেড

চলতি প্রিমিয়ার লিগের শুরুটা ভালো হয়নি রাসমুস হয়লুন্দের। লিগে খেলা প্রথম ১৪ ম্যাচে পান নিয়ে কোন গোলের দেখা। তবে এরপরই যেন পুরো উল্টো ঘুরে গেলেন এই ডেনিশ তরুণ। শেষ ছয় ম্যাচে করলেন টানা ৬ গোল। এতে করে সবচেয়ে কম বয়সি ফুটবলার হিসেবে প্রিমিয়ার লিগে টানা ছয় ম্যাচে গোল করার রেকর্ড গড়লেন হয়লুন্দ।

গতকাল রোববার (১৮ ফেব্রুয়ারি) প্রিমিয়ার লিগে লুটন টাউনের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে গোল করে এই তালিকার শীর্ষে উঠে এসেছেন রাসমুস হয়লুন্দ। এদিন লুটন টাউনকে ২-১ গলে পরাজিত করে রেড ডেভিলসরা। ম্যাচের দুটি গোলই করেছেন তরুণ হয়লুন্দ।

ম্যাচের প্রথম মিনিটে প্রথম গোল করে রেকর্ড বুকে নিজের নাম লিখিয়েছেন রাসমুস হয়লুন্দ। প্রিমিয়ার লিগ ইতিহাসের সবচেয়ে কম বয়সি ফুটবলার হিসেবে করেছেন টানা ৬ ম্যাচে গোল। যেই রেকর্ডটি আগে ছিল ইংলিশ ফুটবলার জো উইলকের। তিনি ২০২০–২১ মৌসুমে নিউক্যাসলের হয়ে করেছিলেন টানা ৬ ম্যাচে গোল।

সে সময় উইলকের বয়স ছিল ২১ বছর ২৭২ দিন। তবে গতকাল লুটন টাউনের বিপক্ষে ম্যাচে টানা ৬ ম্যাচে গোল করার দিন হয়লুন্দের বয়স ছিল ২১ বছর ১৪ দিন। এছাড়াও হয়লুন্দ এই ম্যাচে বনে গেছেন প্রিমিয়ার লিগ ইতিহাসে প্রতিপক্ষের মাঠে ইউনাইটেডের হয়ে ম্যাচের দ্রুততম সময়ের গোলদাতা।

এদিন ম্যাচের শুরুতে কিছু বুঝে ওঠার আগেই প্রতিপক্ষের জালে গোল জড়ান রাসমুস হয়লুন্দ। ৩৭ সেকেন্ডেই গোল করেন তিনি। ম্যাচের  ৭ মিনিটে দ্বিতীয় গোল করেন হয়লুন্দ। আলেহান্দ্রো গার্নাচোর ভলি শট বুক দিয়ে গতিপথ পরিবর্তন করে জালে জড়ান বল। তবে ম্যাচে ১৪তম মিনিটে একটি গোল শোধ দিয়েছিল লুটন টাউন।

আরও পড়ুন: এশিয়ান ইনডোরে পদক জিতল বাংলাদেশের জহির রায়হান

ক্রিফোস্পোর্টস/১৯ফেব্রুয়ারি২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল