Connect with us
ফুটবল

রোনালদো গায়ে কেন ট্যাটু আঁকান না জানেন?

Cristiano Ronaldo
ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি- সংগৃহীত

তারকা ফুটবলার কিন্তু শরীরে ট্যাটু নেই—ফুটবল বিশ্বে এখন এমন দৃশ্য বিরল। সেই বিরল দৃশ্যের নায়ক পর্তুগিজ ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। ডেভিড বেকহ্যাম থেকে লিওনেল মেসি কিংবা হালের নেইমার—সবার শরীর ভর্তি ট্যাটু থাকলেও সেখানে স্রোতের বিপরীত জার্সি নাম্বার সেভেন। শরীরে ট্যাটুর অস্তিত্বও নেই কিন্তু রোনালদো গায়ে কেন ট্যাটু আঁকান না জানেন?

গোটা একটা প্রজন্মকে মাতিয়ে রাখা ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে চল্লিশ ছুঁই ছুঁই—বয়সটা নিছক সংখ্যা৷ মাঠের ফুটবলে কখনো পড়তে দেননি বয়সের ছাপ। টগবগে তরুণের মতো মাঠ দাপিয়ে বেড়ান সিআরসেভেন। ইউরোপ-এশিয়া মাতানো ক্লাব ক্যারিয়ারে রোনালদোর গোলের সংখ্যা ৭৩২! গোটা ফুটবল ইতিহাসের পাতায় এর চেয়ে বেশি গোল আর কারও নেই। শুধু রেকর্ড নয়, মানবিক কর্মকাণ্ড রোনালদোকে সমর্থকদের মনে আলাদা স্থান করে দিয়েছে।

কেন ট্যাটু আঁকান না রোনালদো?

এই প্রশ্নের উত্তর দিয়েছেন রোনালদো নিজেই৷ রোনালদো গায়ে কেন ট্যাটু আঁকান না—২০১২ সালে স্প্যানিশ সংবাদমাধ্যম দিরেত্তাকে তিনি বলেন, (I don’t have tattoos because I donate blood very often)। তিনি নিয়মিত রক্তদান করেন, যে কারণে তার শরীরে ট্যাটু আঁকান না।

আরও পড়ুন:

» আল নাসরের জয়ের রাতে রোনালদোর অনন্য কীর্তি

» রোনালদো-রুনি : কে বলবে তাদের বয়স সমান!

স্প্যানিশ সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, রোনালদোর বয়স যখন মাত্র ১৪ তখন তার হার্ট সার্জারি হয়েছিল। তখন তার মনে গেঁথে যায় হাসপাতালগুলোতে রক্তের কতটা দরকার। এরপর থেকেই রক্তদানে অনুপ্রাণিত হন এবং শরীর কখনো ট্যাটুর সুই পড়তে দেননি। কেননা শরীরে ট্যাটু করার পর ১ বছর রক্তদান করা যায় না।

Cristiano Ronaldo blood donate

মানবিক কর্মকাণ্ড রোনালদোকে সমর্থকদের মনে আলাদা স্থান করে দিয়েছে। ছবি- সংগৃহীত

২৪ বছর বয়স থেকেই রোনালদো নিয়মিত রক্তদাতা হয়ে উঠেন৷ প্রথমে তার জাতীয় দলের সতীর্থ কার্লোস মার্টিন্সের সন্তানকে রক্ত দেন তিনি৷ এর পর থেকেই বছরে অন্তত দুবার করে রক্তদান করেন ক্রিস্টিয়ানো রোনালদো

স্প্যানিশ একটি রেডিওতে রোনালদো বলেন, ‘এটা ছিল সেই সময় যখন কার্লোস মার্টিন্স সতীর্থ হিসেবে জাতীয় দলে খেলছিল৷ একদিন সে আমাদের কাছে তার সন্তানের রক্তের সমস্যার কথা জানায়৷ এরপর আমরা খেলোয়াড়রা একতাবদ্ধ হয়ে তাকে সহযোগিতা করি ও রক্ত দেই। আমরা জানতাম এটা তার জন্য কঠিন সময় ছিল।’

Cristiano Ronaldo without Tattoo

শরীর কখনো ট্যাটুর সুই পড়তে দেননি রোনালদো। ছবি- সংগৃহীত

এদিকে শুধু নিজেই রক্ত দিয়ে থেমে থাকেন না; সামাজিক মাধ্যমে হরহামেশাই ভক্তদের রক্ত দেওয়ার জন্য উৎসাহিত করেন রোনালদো৷

আরও পড়ুন: 

» ২০২৩ সালে সর্বোচ্চ গোলের মুকুট রোনালদোর, সেরা চারে আর যারা

» পেশাদার ক্যারিয়ারে রোনালদোর ‘১২০০ ম্যাচ’ খেলার কীর্তি!

ক্রিফোস্পোর্টস/২০জানুয়ারি২৪/টিএইচ/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল