Connect with us
ফুটবল

‘ফিফা দ্য বেস্ট’-এর আদ্যোপান্ত, যেভাবে নির্ধারিত হয় অ্যাওয়ার্ড

Fifa the best
ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড। ছবি- সংগৃহীত

ফুটবলের অন্যতম বড় মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড ‘ফিফা দ্য বেস্ট’। বছরজুড়ে সবচেয়ে বেশি ছন্দে থাকা ফুটবলারের ভাগ্যে জোটে এই পুরস্কার৷ অনেকের মনেই প্রশ্ন জাগে—কিভাবে নির্ধারিত হয় এই অ্যাওয়ার্ড?

‘ফিফা দ্য বেস্ট’ অ্যাওয়ার্ড দেওয়া শুরু হয় যখন

ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা ১৯৯১ সালে এ অ্যাওয়ার্ড চালু করে। সেসময় অবশ্য পুরস্কারটি দেওয়া হতো ‘ফিফা বর্ষসেরা খেলোয়াড়’ নামে। তবে ২০১০ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত ব্যালন ডি’অরের সঙ্গে মিল রেখে পুরস্কারটি দেওয়া হয় ‘ফিফা-ব্যালন ডি-অর’ নামে। এরপর ২০১৬ সাল থেকে হয়ে আসছে বর্তমানের ‘ফিফা দ্যা বেস্ট’।

১৯৯১ সাল থেকে শুরু হওয়া এ পুরস্কারটি সর্বোচ্চ আটবার জিতেছেন লিওনেল মেসি৷ ২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫, ২০১৯, ২০২২ ও সর্বশেষ ২০২৩ সালে জিতেছেন তিনি৷ মেসির পরেই রয়েছেন চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর৷ তিনি ২০০৮, ২০১৩, ২০১৪, ২০১৬ ও ২০১৭ সালে মোট ৫ বার জিতেছেন এ পুরস্কারটি৷ দুজনে মিলে সর্বমোট ১৩ বার হয়েছেন দ্যা বেস্ট। ফুটবল দুনিয়ায় এই কৃতিত্ব নেই আর কারো৷

যেভাবে নির্ধারিত হয় ‘ফিফা দ্য বেস্ট’ অ্যাওয়ার্ড

সাধারণত এ অ্যাওয়ার্ডের আওতায় বর্ষসেরা পুরুষ ও নারী খেলোয়াড়, কোচ ও গোলকিপারকে পুরস্কৃত করা হয়ে থাকে। এক্ষেত্রে একাধিক ধাপ ও সূচকে চলে মনোনয়ন, বাছাই প্রক্রিয়া ও ভোটাভুটি। সবশেষে নির্ধারিত হয় সেরা খেলোয়াড়, কোচ ও গোলকিপার।

আরও পড়ুন :

» ফিফা দ্য বেস্ট: কার ঝুলিতে সবচেয়ে বেশি পুরস্কার?

» মেসি নাকি রোনালদো: কে সেরা?

অ্যাওয়ার্ডের জন্য শুরুতে ফিফার সহযোগী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে তথ্য-উপাত্ত নিয়ে খেলোয়াড়দের একটি প্রাথমিক তালিকা করা হয়৷ সেখান থেকে ফিফা নারী ও পুরুষের জন্য আলাদা দুটি প্যানেল গঠন করে একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করে। ফিফার বিশেষজ্ঞ প্যানেলে সাধারণত প্রথিতযশা সাবেক খেলোয়াড় ও কোচরা অন্তর্ভুক্ত থাকেন। বছর জুড়ে সেরা ছন্দে থাকা ফুটবলাদের তাঁরা তালিকা প্রকাশ করেন।

Fifa The Best

‘ফিফা দ্য বেস্ট’ অ্যাওয়ার্ড। ছবি- সংগৃহীত

ভোট দিতে মানতে হয় যেসব নিয়ম

একজন ভোটার পছন্দক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়–এভাবে সর্বোচ্চ তিনজনকে ভোট দিতে পারেন। এক নম্বরে থাকা খেলোয়াড়ের জন্য বরাদ্দ হয় ৫ পয়েন্ট, দ্বিতীয় স্থানে থাকা খেলোয়াড় ৩ পয়েন্ট ও তৃতীয় অবস্থানে থাকা খেলোয়াড় পান ১ পয়েন্ট। সবার মিলিত ভোটে যিনি এগিয়ে থাকেন, তিনিই জেতেন বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার।

ভোট দেওয়ায় অংশগ্রহণ করতে পারেন জাতীয় দলের কোচ, অধিনায়ক, ফিফা নির্ধারিত ২০০ জন সাংবাদিকের পাশাপাশি সাধারণ মানুষও৷ সাধারণ মানুষদের এই ভোটিং অনলাইনে গ্রহণ করা হয়। এই চার রকমের ভোটের প্রতিটিকে ২৫% করে হিসেব করা হয়।

এছাড়া ‍‍ফিফা দ্য বেস্টের রুলস অব অ্যালোকেশনের ১২ নম্বর ধারাতে বলা আছে, সেরা খেলোয়াড় নির্বাচনে মোট পয়েন্ট সমান হলে জাতীয় দলের অধিনায়কদের প্রথম পছন্দের ভোট বা পাঁচ পয়েন্টের ভোট যে বেশি পাবেন, তিনি ওপরে থাকবেন।

আরও পড়ুন :

» আবারও ফিফা বেস্ট মেসি, অ্যাওয়ার্ড নিলেন অঁরি, ছিল জামালের ভোটও

» ফিফা বেস্ট ২০২৩ : মেসি ছাড়া অন্যান্য পুরস্কার পেলেন যারা

ক্রিফোস্পোর্টস/২১জানুয়ারি২৪/টিএইচ/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল