Connect with us
ফুটবল

আকাশী-নীলদের হয়ে বিদায়ের সময় জানিয়ে দিলেন ডি মারিয়া

Di Maria
২০২৪ কোপা আমেরিকার পরই অবসরে যাচ্ছেন ডি মারিয়া। ছবি- সংগৃহীত

আর্জেন্টিনার হয়ে গত কয়েক বছরে বিগ ম্যাচে তাকে সবচেয়ে কার্যকরী প্লেয়ার হিসেবে ধরা হয়। কোপা আমেরিকা থেকে বিশ্বকাপ – জাতীয় দলের হয়ে বড় বড় টুর্নামেন্টের ফাইনালে গোল করে আর্জেন্টিনাকে জেতাতে সাহায্য করেছেন তিনি। সেই আনহেল ডি মারিয়াই এবার জাতীয় দল থেকে অবসর নেয়ার সময়সীমা জানিয়ে দিলেন।

২০২১ সালে ব্রাজিলে অনুষ্ঠিত ৪৭ তম কোপা আমেরিকায় আলবিসেলেস্তেদের চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা রেখেছিলেন ডি মারিয়া। এবার ২০২৪ সালের আসন্ন কোপা আমেরিকা খেলে আকাশী-নীল জার্সি তুলে রাখার ঘোষণা দিলেন এই আর্জেন্টাইন। গত রাতে নিজের ইন্সটাগ্রাম একাউন্টে এই কথা জানান তিনি৷

ডি মারিয়া লেখেন, ‘আগামী কোপা আমেরিকাতেই আমি শেষ বারের মত জাতীয় দলের জার্সি গায়ে তুলবো। আমার অন্তরে লুকিয়ে থাকা কষ্টকে সঙ্গে নিয়ে বিদায় জানাতে হচ্ছে। আমার ফুটবল ক্যারিয়ারে আর্জেন্টিনার জার্সি সব সময় গর্বের সাথে গায়ে চড়িয়েছি। আমাকে এত দিন সমর্থন দিয়ে আসার জন্য ভক্ত-সমর্থক, আমার পরিবার, বন্ধু-বান্ধব এবং সতীর্থদের ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের প্রিয় দলকে এভাবেই সব সময় অনুপ্রেরণা দিয়ে যাবো। এগিয়ে চলো আর্জেন্টিনা।’

২০২৪ সালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কোপার শিরোপা ধরে রাখার লড়াইয়ে মাঠে নামবে। বর্তমানে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্ব খেলছে দলগুলো। আগামী বছর কোপার পরেই যেহেতু এই আর্জেন্টাইন স্ট্রাইকার অবসরে যাবেন তাই তিনি জাতীয় দলের হয়ে শেষ বাছাইপর্বও খেলে ফেলেছেন।

ভক্ত-সমর্থকদের ভালোবাসার বহিঃপ্রকাশে ডি মারিয়া জানান, ‘এটাই আমার শেষ প্লে অফ ম্যাচ। সমর্থকরা আমাকে যেভাবে দাঁড়িয়ে সম্মান জানিয়েছেন তা ভাষায় প্রকাশ করতে পারবো না। আপনাদের সবার থেকে পাওয়া ভালোবাসা আমি ভীষণ উপভোগ করেছি। আপনাদের ছাড়া গল্পটা এতো সুন্দর হতো না। আপনাদের স্নেহ-ভালোবাসার জন্যই আজ আমি এতোদূর আসতে পেরেছি।’

জাতীয় দলের হয়ে ১৩৬ ম্যাচে ডি মারিয়ার গোল ২৯ টি, এসিস্টও সমান ২৯ টি। ২০০৮ সালে জেতা বেইজিং অলিম্পিকসহ আর্জেন্টিনার হয়ে জিতেছেন ১ টি কোপা আমেরিকা, ১ টি ফাইনালিসমা এবং সবশেষ ২০২২ বিশ্বকাপ। এমনকি ফাইনালে আর্জেন্টিনার প্রতিটি শিরোপা জয়ে গোল করে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

আরও পড়ুন: অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ: স্পেনের বিদায় ঘণ্টা বাজিয়ে সেমিতে জার্মানি

ক্রিফোস্পোর্টস/২৪নভেম্বর২৩/এমএস/এমটি 

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল