Connect with us
ক্রিকেট

টেস্ট ম্যাচের গুরুত্ব কমিয়ে দেওয়ায় হতাশ ডি ভিলিয়ার্স

এবি ডি ভিলিয়ার্স। ছবি- সংগৃহীত

অনেকটা নিয়মিতভাবেই প্রতিবছর অনুষ্ঠিত হয় ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজ। যেখানে বছরে অন্তত তিনটি টেস্ট ম্যাচে মুখোমুখি হতে দেখা যেত দু’দলকে। তবে সদ্য সমাপ্ত দক্ষিণ আফ্রিকা সিরিজে ভারত খেলেছে কেবল দুটি টেস্ট ম্যাচ। ফলে সমতায় রেখে শেষ হয়েছে এবারের দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ। টেস্ট ম্যাচের সংখ্যা এভাবে কমিয়ে দেওয়ায় ফ্রাঞ্চাইজি লিগ গুলোকে দায়ী করে নিজের হতাশা ব্যক্ত করেন সাবেক প্রোটিয়া অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স।

ঘরের মাঠ সেঞ্চুরিয়নে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ইনিংস ব্যবধানে জয় পায় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। তবে কেপ টাউনে ঘুরে দাড়ায় সফরকারীরা। দ্বিতীয় টেস্ট মাত্র দুই দিনেই ৭ উইকেটে জিতে নিয়েছে ভারত। ফলে সমতায় থেকেই শেষ হয়েছে সিরিজ। এই সিরিজের আরো বেশি ম্যাচ থাকলে সিরিজ নির্ধারণ হতো এবং আরও প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ হতে পারত বলে মনে করেন ডি ভিলিয়ার্স।

প্রোটিয়া সাবেক কাপ্তান বলেন, ‘এই সিরিজে তৃতীয় টেস্ট না থাকায় আমি খুশি না। এর জন্য সারা বিশ্বের টি-টোয়েন্টি ক্রিকেটকে দায়ী করতে হবে। আমি জানি না দোষ কাকে দেব, কিন্তু বুঝতে পারি যে কিছু একটা ভুল হয়েছে। যদি আপনি বিশ্বের সব দলকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখতে চান এবং জানতে চান কোনটি সেরা টেস্ট দল, তাহলে কিছু একটা পরিবর্তন করতে হবে।’

এদিকে নিজেদের ঘরোয়া টি-টোয়েন্টি লিগকে গুরুত্ব দিয়ে আসন্ন নিউ জিল্যান্ড সফরেও দুই টেস্টের সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। এমনকি এই সিরিজের জন্য দ্বিতীয় সারির দল দিয়েছে দক্ষিণ আফ্রিকা। যেখানে ৭ জন ক্রিকেটার আছেন টেস্ট অভিষেকের অপেক্ষায়। কখনও আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেটে না খেলা নিল ব্রান্ডকে করা হয়েছে সেই দলের অধিনায়ক।

মূলত দক্ষিণ আফ্রিকার এসএ-টোয়েন্টি লিগের দ্বিতীয় আসরে প্রথম সারির ক্রিকেটারদের সুযোগ করে দেওয়ায় নিউজিল্যান্ডে দ্বিতীয় সারির দল পাঠাচ্ছে তারা। ১০ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত হবে এসএ-টোয়েন্টি। অপরদিকে ৪ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি মাঠে গড়াবে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রোটিয়াদের দুই ম্যাচের টেস্ট সিরিজ।

আরও পড়ুন: ওয়ার্নারের বিকল্প খুঁজে পাওয়া খুব কঠিন: প্যাট কামিন্স 

ক্রিফোস্পোর্টস/০৮জানুয়ারি২৪/এসএফ/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট