Connect with us
ক্রিকেট

ওয়ার্নারের বিকল্প খুঁজে পাওয়া খুব কঠিন: প্যাট কামিন্স

David Warner-Pat Cummins
ডেভিড ওয়ার্নার ও প্যাট কামিন্স। ছবি- সংগৃহীত

সিডনিতে পাকিস্তানের বিপক্ষে পিঙ্ক টেস্টই ছিল ডেভিড ওয়ার্নারের বিদায়ী টেস্ট। ক্রিকেটের এই অভিজাত সংস্করণে আর দেখা যাবে না তাকে। অবশ্য সপ্তাহখানেক আগে ওয়ানডে থেকেও অবসরের ঘোষণা দিয়েছেন ওয়ার্নার। শুধুমাত্র টি-টোয়েন্টিতে অজিদের জার্সিতে দেখা যাবে বিশ্বসেরা এই ওপেনারকে।

দীর্ঘদিন যাবৎ উদ্বোধনীতে অস্ট্রেলিয়াকে সার্ভিস দিয়েছেন ওয়ার্নার। তার বিদায়ের পর প্রশ্ন উঠেছে পরবর্তীতে তার জায়গায় কে আসবেন? তবে তার বিকল্প খুঁজে পাওয়া সহজ কিছু নয়। অজি অধিনায়ক প্যাট কামিন্সও মনে করেন তার বদলি হিসেবে কাউকে খুঁজে পাওয়া খুবই কঠিন।

কামিন্স বলেন, ‘পরিষ্কারভাবে, ডেভির মতো একজন ক্রিকেটার খুঁজে পাওয়া খুবই কঠিন হবে। আমার মনে হয়, যে ক্রিকেটার রান করার দিক থেকে ভালো অবস্থায় রয়েছে তাকে খুঁজে বের করাটাই সঠিক সিদ্ধান্ত হবে। তবে আমি মনে করি, টেস্ট ক্রিকেটে কিছু বিষয় অভিন্নই থাকে- (ব্যাট হাতে) প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করতে হবে। রানের চাকা সচল রাখতে হবে। সবসময় না পারলেও বেশিরভাগ সময় স্কোরবোর্ডে রান যোগ করতে হবে।’

ওয়ার্নারের বিদায়ের পর অনেকেই মনে করেন তার জায়গায় স্টিভ স্মিথকে খেলানো হোক। তবে টিম ম্যানেজমেন্ট এ বিষয়ে কিছু ভাবছে না।

এ বিষয়ে অজি অধিনায়ক বলেন, ‘চারে স্মিথের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট। পরিষ্কারভাবে, মার্নাস (লাবুশেন), স্মুজি (স্মিথ), ট্রাভ (হেড) ও (মিচেল) মার্শ ৩, ৪, ৫ ও ৬ এ দারুণ খেলছে। এই ধারাবাহিকতা ব্যাহত করার মতো কোন পরিকল্পনা নেই।’

ডেভিড ওয়ার্নারের মতো বিশ্বমানের ক্রিকেটার সবসময় জন্ম নেয় না। তবে দলটা যেহেতু বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, তারা হয়তো নতুন কাউকে খুঁজেই নেবে। উদ্বোধনীতে উসমান খাজাকে সঙ্গ দিতে কে হচ্ছেন অস্ট্রেলিয়ার ভবিষ্যৎ ওপেনার, সেদিকেই দৃষ্টি সবার।

আরও পড়ুন: পরামর্শ না মানায় দলে জায়গা হারাচ্ছেন পাকিস্তানি স্পিনার 

ক্রিফোস্পোর্টস/০৭জানুয়ারি২৪/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট