Connect with us
ক্রিকেট

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ দল

Bangladesh u19 cricket team
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ছবি- বিসিবি

বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বড় অর্জনটা ২০২০ সালে এসেছিল অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের হাত ধরেই। আবারও বিশ্ব মঞ্চে নিজেদের ঝান্ডা উঁচিয়ে ধরার সুযোগ আসল টাইগার যুবাদের কাছে। সে লক্ষ্যে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে ঢাকা ছাড়ল বাংলাদেশ দল।

গতকাল রোববার মধ্যরাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত ১ টা ১৫ মিনিটে দেশ ত্যাগ করে বাংলাদেশ যুবা টাইগাররা।

বিশ্বকাপের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের নির্বাচক হান্নান সরকার গণমাধ্যমদে জানিয়েছেন ভালো করার প্রত্যয়ের কথা। আপাতত ভারত ম্যাচকে ঘিরে নিজেদের পরিকল্পনা সাজানোর কথা বলেন তিনি। চলতি মাসের-১৯ তারিখ থেকে পর্দা উঠবে যুব বিশ্বকাপের এবারের আসরের। নিজেদের প্রথম ম্যাচে ২০ জানুয়ারি ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

এবারের আসরে খেলবে মোট ১৬ টি দল। ভিন্ন চারটি গ্রুপে ভাগ হয়ে শেষ ৮ এর জন্য লড়াই করবে দলগুলো। টুর্নামেন্টে বাংলাদেশে থাকছে ‘এ’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে আছে ভারত, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র। টুর্নামেন্ট শুরুর দ্বিতীয় দিনেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ভারতের সাথে ম্যাচ দিয়ে শুরু হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশের এবারের বিশ্বকাপ মিশন।

পরবর্তী দুই ম্যাচে যুবা টাইগাররা খেলবে আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে যথাক্রমে ২২ ও ২৬ জানুয়ারি। সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে ব্লুমফন্টেইনের মানগাউং ওভালে। কন্ডিশনের সাথে মানিয়ে নিতে মূল পর্বের ম্যাচ গুলো খেলার আগে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের। আগামী ১১ ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচ দিয়ে ইতি টানবে এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর।

আরও পড়ুন: পরামর্শ না মানায় দলে জায়গা হারাচ্ছেন পাকিস্তানি স্পিনার

ক্রিফোস্পোর্টস/৮জানুয়ারি২৪/এসএস/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট