Connect with us
ক্রিকেট

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে মাঠে উপস্থিত থাকবেন ডেভিড বেকহাম!

বিশ্বকাপের চলতি আসর দেখতে দেখতে প্রায় শেষের দিকে চলে এসেছে। ৪৮ ম্যাচের টুর্নামেন্টটিতে বাকি আছে আর মাত্র ৩ টি ম্যাচ। এই বাকি ৩ ম্যাচের মধ্যে প্রথম সেমিফাইনালটি খেলতে আগামীকাল (বুধবার) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মাঠে নামবে স্বাগতিক ভারত ও নিউজিল্যান্ড। জানা গেছে, এদিন গ্যালারিতে উপস্থিত থাকবেন ফুটবল কিংবদন্তি ডেভিড বেকহামও। 

চলতি বিশ্বকাপ আসরের রাউন্ড রবিন লিগের ৯ ম্যাচের ৯ টিতেই জয় তুলে নিয়েছে রোহিত শর্মার দল। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন ইউনিটেই দারুণ করছে টিম ইন্ডিয়া। প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, ম্যাচে টেবিল টপার হিসেবে ভারতের প্রতিপক্ষ টেবিলের চতুর্থ স্থানে থাকা নিউজিল্যান্ড। আসরে কিউইরা টানা ৪ ম্যাচ জিতে উড়ন্ত শুরুর পরও টানা চার হারে শঙ্কায় পরে যায়। পরে শেষ ম্যাচে জিতে সেমিফাইনাল নিশ্চিত করে গত দুই আসরেও বিশ্বকাপ ফাইনালে খেলা ব্ল্যাক ক্যাপসরা।

আগামীকাল ম্যাচের আগে ফের আলোচনায় আসছে ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালের কথা। সেবারও সেমিতে ভারত-নিউজিল্যান্ড মুখোমুখি হলে ভারতকে ১৮ রানে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনাল নিশ্চিত করেছিল নিউজিল্যান্ড। চলতি আসরেও রাউন্ড রবিন লিগে দু’দল মুখোমুখি হয়। সে ম্যাচে মোহাম্মদ শামির ৫ উইকেটের পর বিরাট কোহলির অনবদ্য ৯৫ রানের ইনিংসে কিউইদের ৪ উইকেটে হারায় মেন ইন ব্লুজ।

এবার নিজের দেশে বিশ্বকাপ জয়ের লক্ষ্যে আরও বড় ম্যাচের সামনে টিম ইন্ডিয়া। এই ম্যাচটি দেখতে দুই দেশের কিংবদন্তি ক্রিকেটারদের সাথে মাঠে উপস্থিত থাকতে পারেন ফুটবলের আরেক কিংবদন্তি। আগামীকাল ওয়াংখেড়েতে বাড়তি আলো যোগ করতে পারেন রিয়াল মাদ্রিদ, ম্যান ইউনাইটেড, পিএসজিতে খেলা সাবেক তারকা ফুটবলার ডেভিড বেকহাম।

ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, ইউনিসেফের ‘গুডউইল অ্যাম্বাসেডর’ হিসেবে তিন দিনের সফরে ভারতে আসছেন বেকহাম। এই নিয়ে ভক্তদের মাঝেও বাড়তি উন্মাদনা ছড়িয়ে পড়েছে। ডেভিড বেকহামের ভারতে আশাও প্রায় নিশ্চিত বলে দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম।

ওয়াংখেড়েতে ক্রিকেট কিংবদন্তি শচীনের সাথে বেকহামকে বসতে দেখা যেতে পারে বলে জানিয়েছে ইন্ডিয়া টুডে। পাশাপাশি ম্যাচের আগে শচীনের সাথে বেকহামের একটি আড্ডা-পর্বও আয়োজনের কথা ভাবা হচ্ছে। সেরকম ব্যবস্থারই চেষ্টা করছে বিসিসিআই। আগামীকাল বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।

 

আরও পড়ুন: সাকিব-তামিম ইস্যু নিয়ে বিসিবিও অস্বস্তিতে

ক্রিফোস্পোর্টস/১৪নভেম্বর২৩/এমএস/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট