Connect with us
ক্রিকেট

সাকিব-তামিম ইস্যু নিয়ে বিসিবিও অস্বস্তিতে

Shakib-Tamim
সাকিব-তামিম। ছবি- সংগৃহীত

ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে সাকিব-তামিমের পাল্টাপাল্টি ভিডিও বার্তা ও সাক্ষাৎকার নিয়ে বেশ শোরগোল পড়েছিল বাংলাদেশের ক্রিকেটে। দল ভারতে থাকাকালীন এই বিষয়টি বেশ আড়ালে পড়ে গেলেও, বিশ্বকাপ ব্যর্থতার পর দল দেশে ফিরতে না ফিরতেই এ নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে। অনেকেই এই বিষয়ে প্রশ্ন তুলছে যা নিয়ে অস্বস্তিতে পড়ে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি

এই বিষয়ে আজ গণমাধ্যমের সাথে কথা বলতে হয় বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটুকে। তিনি বলেন, ‘সাকিব-তামিম-মাহমুদুল্লাহ-মুশফিক তারা তো আর ক্রিকেটে নতুন না। বোর্ডের সাথে তাদের কোড অব কন্ডাক্ট সম্বন্ধেও তারা সম্পূর্ণ ওয়াকিবহাল। তারা বাংলাদেশের লিজেন্ডারি ক্রিকেটার। সাকিব-তামিমের বিশ্বকাপ শুরুর আগে ভিডিও বার্তা ও সাক্ষাৎকারগুলো যদি প্রকাশ না পেতো তাহলে আমরাও এই বিষয়টি নিয়ে কিছুটা স্বস্তির জায়গায় থাকতাম। ওরকম না হলেই হয়তো আমাদের জন্য আরও ভালো হতো।’

এই ইস্যু নিয়ে গণমাধ্যমেরও দায় দেখছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান, ‘এটার (বিশ্বকাপের আগে চলা ঘটনাপ্রবাহ) জন্য সাকিব-তামিমকে দোষারোপ করা হলে, এখানে আমাদের গণমাধ্যমেরও ভূমিকা ছিল বলে আমার মনে হয়। এটা বলায় আপনাদের কেউ কেউ হয়তো আমাদের উপর অসন্তুষ্ট হতে পারেন। আমি সবসময়ই বলি, গণমাধ্যম এবং আমরা সব সময়ই ক্রিকেটের পক্ষে। আমাদের যেমন ক্রিকেট নিয়ে কাজের সুযোগ আছে, তেমনি আপনাদেরও আমাদের সহযোগিতা করার জায়গাটা আছে।’

ক্রিকেট না থাকলে আমরা এ জায়গায় থাকতে পারতাম না। ক্রিকেট থাকলে আমরা সবাই থাকবো। এ জায়গা থেকে চিন্তা করলে বিশ্বকাপের আগে এমন প্রশ্ন না তোলাই উচিৎ ছিল।

এর আগে বিশ্বকাপের উদ্দেশ্যে বাংলাদেশ দল ভারতের বিমানে উঠলে দলে না থাকা নিয়ে তামিম ইকবাল একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। পরে ঐদিন রাতেই তামিমকে নিয়ে আলোচিত বিভিন বিষয়ে অধিনায়ক সাকিব আল হাসানও নানা তীর্যক মন্তব্য করেন।

এসব নিয়ে তখন কম জলঘোলা হয়নি। বিশ্বকাপের আগে এমন কান্ডে দলের অন্য ক্রিকেটারদের উপরও নেতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করেন অনেকেই।

 

আরও পড়ুন: নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশের অধিনায়ক লিটন দাস

ক্রিফোস্পোর্টস/১৪নভেম্বর২৩/এমএস/এমটি 

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট