Connect with us
ক্রিকেট

যেসব ক্রিকেটারের জীবনে বেজেছে একাধিক বিয়ের সানাই

তিনবার করে বিয়ের পিড়িতে বসেছেন শোয়েব মালিক(বায়ে) ও ইমরান খান(ডানে)। ছবি- সংগৃহীত

মোহাম্মদ আজহারউদ্দীন থেকে শুরু করে ইমরান খান কিংবা হালের শোয়েব মালিক–যাদের জীবনে একবার নয়, একাধিকবার বিয়ের সানাই বেজেছে। কিংবদন্তী খেতাব পাওয়া এসব ক্রিকেটারদের নিয়ে মাঠের ক্রিকেটে একসময় যেমন স্তুতির পসরা ঝরতো, তেমনি মাঠের বাহিরেও তাঁরা একাধিক বিয়ে ও নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে বহুবার গণমাধ্যমের শিরোনাম হয়েছেন৷ এমনকি ভক্তদের সমালোচনার তীরেও বিদ্ধ হয়েছেন৷

যে ক্রিকেটারদের জীবনে একাধিক বিয়ের সানাই বেজেছে

মোহাম্মদ আজহারউদ্দীন

অধিনায়ক হিসেবে ভারতকে ৯৯টি টেস্ট ম্যাচে প্রতিনিধিত্ব করা আজহারউদ্দীনের জীবনে বিয়ের সানাই বেজেছে দু’বার৷ তবে তিনি দু’বার বিয়ে করেন ঠিকই, কিন্তু দু’বারই বিবাহ বিচ্ছেদ হয়ে যায় হায়দরাবাদের এই তারকা ক্রিকেটারের৷ ১৯৮৭ সালে আজহারউদ্দিন বিয়ে করেন নউরিনকে। আজহার-নউরিনের দুই সন্তানও রয়েছে। কিন্তু সংসার জীবনের মাত্র ৯ বছর পর ১৯৯৬ সালে আজহারউদ্দিন-নওরিন দম্পতি আলাদা হয়ে যায়। এরপর তিনি কিংবদন্তি অভিনেত্রী সঙ্গীতা বিজলানিকে বিয়ে করেন। কিন্তু ২০১০ সালে এসে আজহার-সঙ্গীতার সম্পর্কও ভেঙে যায়৷

ইমরান খান

পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বিয়ের পিঁড়িতে বসেছেন তিনবার৷ ১৯৯৫ সালে ব্রিটিশ-পাক সাংবাদিক জেমিমা গোল্ডস্মিথকে প্রথম বিয়ে করেন ইমরান খান৷ নিজের বয়স থেকে প্রায় অর্ধেক বছরের জেমিমাকে যখন ইমরান খান বিয়ে করেন তখন তার বয়স ছিল মাত্র ২১ বছর৷ ২০০৪ সালে দুজনের সম্পর্কে ছেদ পড়ে৷

২০১৫ সালে পাক চিকিৎসক ও ফিল্ম প্রডিউসার রেহ্যাম খানকে বিয়ে করেন ইমরান খান৷ কিন্তু মাত্র ১০ মাস না যেতেই দুজনের সম্পর্কে ভাঙণ দেখা দেয়৷ ইমরান খান হ্যাট্রিক বিয়ে করেন বুশরা মানেকাকে৷ ২০১৮ সালে তাঁরা দুজনে বিয়ের পিঁড়িতে বসেন৷

ভিভিয়ান রিচার্ডস

কিংবদন্তি উইন্ডিজ ব্যাটার ভিভিয়ান রিচার্ডসের জীবনেও বিয়ের সানাই বেজেছে দু’বার৷ তিনি ভারতীয় অভিনেত্রী নীনা গুপ্তকে প্রথম বিয়ে করেন৷

আশির দশকে ভিভ-নীনার প্রেমকাহিনী ছিল ক্রিকেট-বলিউডের সবচেয়ে আলোচিত ঘটনা। কিন্তু এক পর্যায়ে সম্পর্ক থেমে যায়৷ ভিভ-নীনার ঘরে মাসাবা গুপ্ত নামে একটি মেয়েরও জন্ম হয়৷ বর্তমানে মাসাবা ফ্যাশন ডিজাইনার হিসেবে কাজ করছেন। নীনা গুপ্তের পর ভিভ বিয়ে করেন মিরিয়াম রিচার্ডসকে৷

জন্টি রোডস

ক্রিকেট বিশ্বের সর্বকালের সেরা ফিল্ডারদের তালিকায় ওপরের দিকের একজন জন্টি রোডস৷ দক্ষিণ আফ্রিকান এই কিংবদন্তী বিয়ের পিঁড়িতে বসেছেন দুই বার৷ ১৯৯৪ সালে তিনি বিয়ে করেন ক্যাট ম্যাকার্থিকে। কিন্তু জন্টি-ক্যাটের সম্পর্কে বেশিদূর গড়ায়নি৷ ২০১৪ সালে তাঁদের সম্পর্কে ভাঙণ দেখা দেয়৷ এরপর রোডস বিয়ে করেন মিলানি ওল্ফকে৷

শোয়েব মালিক 

বর্তমান ক্রিকেট বিশ্বের সবচেয়ে আলোচিত নাম শোয়েব মালিক। কারণ তো একটা-ই বিয়ে। সম্প্রতি সানিয়া মির্জার সাথে সম্পর্কের পাঠ চুকে তিনি বিয়ে করেছে পাক অভিনেত্রী সানা জাভেদকে৷

ইমরান খানের পথ ধরে শোয়েব মালিকও বিয়েতে করেছে হ্যাট্রিক। শোয়েব মালিকের প্রথম স্ত্রীর নাম ছিল আয়েশা সিদ্দিকী। মাহা সিদ্দিকী নামেও তিনি পরিচিত ছিলেন। তিনি পেশায় শিক্ষক ও হায়দ্রাবাদের বাসিন্দা। একসময় দুজনের সম্পর্কে ভাটা পড়লে একপর্যায়ে ডিভোর্স হয়ে যায়৷

সানিয়া মির্জার সঙ্গে বিয়ের পিঁড়িতে শোয়েব মালিক। ছবি- সংগৃহীত 

২০১০ সালের এপ্রিলে ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন মালিক৷ ২০১৮ সালে তাদের ছেলে সন্তান ইজহানেরও জন্ম হয়৷ কিন্তু সম্প্রতি মালিক-মির্জার সম্পর্কেও ছেদ পড়েছে। দুজনের মধ্যকার বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে বিয়ের ছবি প্রকাশ করে হাট্রিক সম্পন্ন করেন শোয়েব মালিক৷

আরও পড়ুন: এশিয়ার ফুটবল মহাযজ্ঞ: সর্বোচ্চ শিরোপা যাদের ঘরে 

ক্রিফোস্পোর্টস/২৫জানুয়ারি২৪/টিএইচ/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট