Connect with us
ক্রিকেট

সাদা পোশাকের ক্রিকেটে বর্ণহীন বাংলাদেশ

ব্যাট করছে স্বাগতিক বাংলাদেশ। ছবি- গুগল

ভারতকে প্রথম ইনিংসে ৪০৪ রানে আটকে দিয়েছে স্বাগতিক বাংলাদেশ। তাইজুল ও মিরাজ চারটি করে উইকেট নেন। চেতেশ্বর পূজারা ও শ্রেয়াস আয়ারকে সেঞ্চুরি বঞ্চিত করা ছিল টাইগার বোলারদের সাফল্য।

তবে ব্যাটিংয়ে ছিল বর্ণহীন বাংলাদেশ। পুরনো ধাঁচে নাজমুল শান্তর গোল্ডেন ডাক দিয়ে শুরু করে বাংলাদেশ। দিন শেষে বাংলাদেশ ৮ উইকেট হারিয়ে ১৩৩ রান তুলেছে।

তৃতীয় দিনে ফলোঅনে পড়ার অপেক্ষা নিয়ে নামবে সাকিবরা। তাই ফলোঅন লজ্জা এড়াতে হলে অন্তত ২০৪ রান করতে হবে বাংলাদেশকে। অপরাজিত থাকা এবাদতকে নিয়ে মিরাজ ফলোঅন চিন্তা মাথায় নিয়ে কতদূর যেতে পারেন সেটাই দেখার অপেক্ষা।

এদিকে চট্টগ্রাম টেস্টের প্রথম দিন সকালেই সাজঘরে ফেরেন ৮২ রানে দিন শুরু করা শ্রেয়াস আয়ার। মাত্র চার রান যোগ করতে পারেন তিনি। রবিশচন্দন অশ্বিন ৫৮ ও কুলদীপ যাদব ৪০ রান করে দলের সংগ্রহ একটু বাড়ান। এর আগে পূজারা ৯০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। ঋষভ পান্ত যুক্ত করেন ৪৬ রান। দুই ওপেনার কেএল রাহুল ও শুভমন গিল ২২ ও ২০ রান করে দলের স্কোর বড় করেন।

পরে জবাব দিতে মাঠে নেমে ইনিংসের প্রথম বলেই আউট হন নাজমুল শান্ত। সিরাজের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। পরে তিনে নামা ইয়াসির রাব্বি ৪ রান করে উমেশ যাদবের বলে বোল্ড আউটের শিকার হন। ওপেনিং করা জাকির হাসান ও চারে নামা লিটন দাস সেট হওয়ার আশা দিয়েও ফিরে যান। পরে অভিষিক্ত ব্যাটার জাকির করেন মাত্র ২০ রান। লিটনের ব্যাট থেকে যুক্ত হয় ২৪ রান।

পরে দলের সেরা টেস্ট ব্যাটার মুশফিকও সেট হয়ে আউট হন। তিনি দলের পক্ষে ২৮ রান করেন। অধিনায়ক সাকিব (৩) ও নুরুল হাসান করেন ১৬ রান। এতেই দল পরে যায় ফলোঅনের শঙ্কায়। পরে মেহেদি মিরাজ ১৬ ও এবাদত হোসেন ১৩ রান করে দিনটি শেষ করেন।

আরও পড়ুন: ইতিহাস গড়ার কারিগর মারুফার জীবনের গল্প কাঁদাবে আপনাকে

এদিন ভারতীয় বাঁ-হাতি লেগ স্পিনার কুলদীপ যাদব চার উইকেট নিয়ে বাংলাদেশের ইনিংস ধসিয়ে দেন। তিনি ১০ ওভার বল করে ৪ উইকেট তুলে নিয়েছেন। পেসার মোহাম্মদ সিরাজ ৯ ওভার বোলিং করে মাত্র ১৪ রান দিয়ে নিয়ে তিন উইকেট নেন। অন্য উইকেটটি নেন উমেশ যাদব।

ক্রিফোস্পোর্টস/১৫ ডিসেম্বর২২/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট