Connect with us
ফুটবল

রোমাঞ্চ ছড়ানো ম্যাচ জমিয়ে তুলেই জিতল চেলসি

chelsea
ঘরের মাঠে ৩-২ গোলে পরাজয় বরণ করে লুটন টাউন

তিন গোলে এগিয়ে থেকে সহজ জয়ের পথে হাঁটছিল চেলসি। তবে শেষ মুহূর্তে লুটন টাউনের মুহুর্মুহু আক্রমণে কিছুটা চাপে পরে যায় চেলসি। শেষ পর্যন্ত খেলা জমিয়ে তুলে ঘরের মাঠে ৩-২ গোলে পরাজয় বরণ করে লুটন টাউন। ম্যাচের দুটি গোলই শেষ ১০ মিনিটে করেছে স্বাগতিকরা।

গতকাল ইংল্যান্ডের কেনিলওয়ার্থ রোড মাঠে প্রিমিয়ার লিগে ম্যাচে লুটন টাউনের মুখোমুখি হয় চেলসি। প্রথমার্ধের জোড়া গোলের পর দ্বিতীয় আর্ধেও এক গোলে বড় ব্যবধানে জয়ের পথ সুগম করে রেখেছিল চেলসি। তবে ৭ মিনিটের ব্যবধানে পরপর গোল হজম করে শঙ্কা জাগে চেলসির পয়েন্ট পাওয়া নিয়ে।

ম্যাচের ১২তম মিনিটে লুটন ডিফেন্ডারের ভুলের সুযোগ নিয়ে বক্সের বাঁ পাশ থেকে আড়াআড়ি শটে চেলসিকে লিড এনে দেন পালমার। প্রথম গোল খেয়েও সমান তালেই লড়তে থাকে লুটন টাউন। তবে ম্যাচের ৩৭তম মিনিটে লেভি কলউইলের বাড়ানো বলে পেয়ে যান নোনি মাদুয়েকে। কিছুটা জায়গা খুঁজে নিয়ে জোড়ালো শটে লুটনের কিপার থমাস কামিনস্কিকে পরাস্ত করেন তিনি।

দুই গোলের ব্যবধানে বিরতি থেকে ফিরে ৭০তম মিনিটে ফের দলের ব্যবধান বাড়ান পালমার। ম্যাচের ৮০তম মিনিটে কর্নার থেকে হেড করে লুটনের ব্যবধান কমান মিডফিল্ডার রস বার্কল। এর সাত মিনিট বাদেই এলিজা আবেদায়োর গোলে ব্যবধান কমে ৩-২ হলে ম্যাচে উত্তেজনা ফেরে।

এর আগে ৭৩তম মিনিটে আবেদায়োর একটি গোল অফ সাইডে কাঁটা পড়েছিল। তবে শেষ পর্যন্ত সমতা ফেরা হয়নি লুটন টাউন। প্রিমিয়ার লিগে এই জয়ের সুবাদে ২০ ম্যাচ থেকে ২৮ পয়েন্ট নিয়ে তালিকার ১০ নম্বরে অবস্থান করছে চেলসি। এক ম্যাচ কম খেলে ১৫ পয়েন্ট নিয়ে লুটন টাউনের অবস্থান ১৮তম। ১৯ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে লিভারপুল।

আরও পড়ুন: স্বপ্ন পূরণ হলো না: শেষ ম্যাচ হেরে সিরিজ ড্র বাংলাদেশের

ক্রিফোস্পোর্টস/৩১ডিসেম্বর২৩/এসএফ/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল