Connect with us
ক্রিকেট

টপলির পরিবর্তে ইংল্যান্ড দলে ব্রাইডন কার্স

ব্রাইডন কার্স। ছবি- গুগল

আসন্ন বিশ্বকাপে এখনো চেনা রূপে ফিরতে পারেনি ইংল্যান্ড। তার সাথে আবার ইনজুরি আঘাত হেনেছে ইংল্যান্ড শিবিরে। এই বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে একমাত্র সফল বোলার রিস টপলি ইনজুরির কারণে ছিটকে গেছেন দল থেকে। এবার তার বদলি হিসেবে দলে জায়গা পেতে যাচ্ছে অলরাউন্ডার ব্রাইডন কার্স।

বিশ্বকাপে সবগুলো দলকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার আভাস দিয়েই ভারতে এসেছে ইংল্যান্ড দল। তবে বিশ্বকাপে এসে এখনো চেনা রূপে পাওয়া যায়নি তাদের। এখন পর্যন্ত চার ম্যাচ খেলে জয় মাত্র একটিতে। আর অন্যান্য ম্যাচগুলো হেরেছেও অনেক বড় বড় ব্যবধানে। ফলে পয়েন্ট টেবিলের তলানিতেই রয়েছে গত আসরের বিশ্ব চ্যাম্পিয়নরা।

তবে এর মাঝে আরো একটি দুঃসংবাদ পেয়েছে তারা। এই বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ (৮) উইকেট স্বীকারকারী রিস টপলিকে আর দলে পাচ্ছে না তারা। ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন তিনি। গত শনিবার (২১ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বোলিং করার সময় বাম হাতের আঙ্গুলে ব্যথা পেয়ে মাঠ ছেড়ে উঠে যান তিনি। আর সেখানেই তার বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ায় তার বদলি হিসেবে দলে ডাকা হয়েছে ব্রাইডন কার্সকে। ইংল্যান্ড বিশ্বকাপ দলে এই পরিবর্তনটির অনুমোদন দেওয়া হয়েছে যা আজ (সোমবার) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।

ব্রাইডন কার্স আগামী বৃহস্পতিবার (২৬ অক্টোবর) শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগেই দলে যোগ দিবেন। জন্মগতভাবে দক্ষিণ আফ্রিকান হলেও ইংল্যান্ডের পাসপোর্টধারী হওয়ায় তার আন্তর্জাতিক অভিষেকটাও হয়েছে ইংল্যান্ডের হয়ে। ২০২১ সালে তার আন্তর্জাতিক অভিষেক হয়। এরপর ১২ টি ওয়ানডে এবং ৩ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন এই অলরাউন্ডার।

আরও পড়ুন: বিশ্বকাপে পাকিস্তান-আফগানিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা

ক্রিফোস্পোর্টস/২৩অক্টোবর২৩/জেএস/এমএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট