Connect with us
ক্রিকেট

ডিসেম্বরেই মাঠে গড়াবে বিপিএল

BPL will be played in December
ডিসেম্বরে শুরু বিপিএলের নতুন আসর। ছবি- সংগৃহীত

ক্ষমতার পট পরিবর্তনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতিসহ বেশ কয়েকজন কর্মকর্তার অনুপস্থিতিতে সংকটাপন্ন অবস্থায় পড়েছিল সংস্থাটি। তবে অন্তবর্তীকালীন সরকারের অধীনে সংকট কাটিয়ে পুরোদমে চালু হয়েছে বিসিবির কার্যক্রম। বর্তমানে সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে বিসিবি। ইতোমধ্যে বিসিবির পরিচালনা পর্ষদে এসেছে কয়েকটি নতুন মুখ।

নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর বিসিবির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ। আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) বোর্ড সভায় বসেছিল বিসিবি। সেখানে পরবর্তী বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনসহ বেশ কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছে।

সব ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বরেই মাঠে গড়াবে বিপিএলের নতুন আসর। বিসিবির বোর্ড সভা শেষে এ বিষয়টি জানিয়েছেন ফারুক আহমেদ।

আরও পড়ুন:

» নিজের ভবিষ্যৎ নিয়ে বিসিবির সঙ্গে কথা বলার সুযোগ চান হাথুরুসিংহে

» অনুশীলনে ফিরলেন মেসি, ম্যাচে ফিরবেন কবে? 

তিনি বলেন, ‘বিপিএল নিয়ে আমরা আলোচনা করেছি। বিপিলের নতুন আসর যথাসময়ে আয়োজনের চেষ্টা করছি। আগামী ২৭ ডিসেম্বর প্রথম ম্যাচ গড়ানোর কথা রয়েছে। তার আগে সেপ্টেম্বরে ড্রাফট অনুষ্ঠিত হতে পারে।’

এবারে বিপিএলে নতুনত্ব আনার পাশাপাশি এর গুণমানও উন্নত হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি, ‘এবার বিপিএল শুধু করার জন্যই করব না। এবার বিপিএলে অনেক নতুনত্ব আসবে। বিপিএলের ফ্রাঞ্চাইজিগুলোর মালিকদের সাক্ষাৎকার নেওয়া হবে। বিপিএল নিয়ে তাদের চিন্তা ভাবনা জানতে পারবো। সবমিলিয়ে এবারের বিপিএল হবে ভিন্ন আঙ্গিকে এবং মানসম্পন্ন।’

বিপিএলের আগামী আসরে জন্য ৫টি ফ্রাঞ্চাইজি তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। এগুলো হলো বরিশাল, চট্টগ্রাম, খুলনা ও সিলেট ও রংপুর। তবে আসরে সবচেয়ে সফলতম ফ্রাঞ্চাইজি কুমিল্লা তাদের অংশগ্রহণ এখনো নিশ্চিত করেনি।

ক্রিফোস্পোর্টস/২৯আগস্ট২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট