Connect with us
ক্রিকেট

বিসিবিতে দুর্নীতি হওয়ার বিষয় স্বীকার করেছেন নতুন সভাপতি

ফারুক আহমেদ। ছবি- সংগৃহীত

সম্প্রতি ছাত্রজনতার গণঅভ্যুত্থানে ঘটেছে দীর্ঘদিন যাবত ক্ষমতার আসনে বসে থাকা সরকারের পতন। তারপর থেকেই পালা বদলের হাওয়া লেগেছে দেশের প্রায় সকল সেক্টরে। ক্রীড়াঙ্গনও তার ব্যতিক্রম নয়। আইসিসির নিয়ম মেনেই পরিবর্তন এসেছে ক্রিকেট বোর্ডের সভাপতির পদে।

দীর্ঘদিন যাবত বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির প্রধানের চেয়ার দখলে রেখেছিলেন নাজমুল হাসান পাপন। আনুষ্ঠানিকভাবে তিনি পদত্যাগ করার পর নিয়ম মাফিক পরিচালকদের দ্বারা নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ। তার নেতৃত্বে গতকাল প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে বোর্ড সভা।

এদিন সভা শেষে সংবাদ সম্মেলনে ফারুক আহমেদ জানিয়েছেন পূর্ববর্তী বোর্ড প্রধান পাপনের নেতৃত্বাধীন বিসিবিতে হয়েছে কিছু দুর্নীতি যা অস্বীকার করার সুযোগ নেই। পরবর্তীতে যাতে এমন কিছু কেউ করতে না পারেন তেমন সিস্টেম তৈরি করতে চান ফারুক।

বিসিবি সভাপতি বলেন, ‘কিছু দুর্নীতি যে হয়েছে, এটা আমরা সবাই জানি। এটা অস্বীকার করতে পারব না।’ দুর্নীতি প্রসঙ্গে আরেক প্রশ্নের জবাবে ফারুক বলেন, ‘তাদের ওপর কোনো চাপ নেই। বোর্ড পুরোপুরি স্বাধীনভাবে কাজ করছে। কাজেই ভবিষ্যতে তাদের কাজের ধরনে আগের চেয়ে অনেক কিছুই ব্যতিক্রম হবে।’

এদিন জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন করা হলে ফারুক জানান, ‘সফরের মাঝখানে কিছু করতে চাই না। বোর্ড প্রধান হয়ে যেকোনো সিদ্ধান্ত নেওয়াই যায়। তবে এটাও ভাবতে হবে অন্য কোনো জায়গায় যেন সমস্যা না হয়। টেস্ট সিরিজটা শেষ হোক, আমরা সবার মতামত নিচ্ছি। অদূর ভবিষ্যতে কিছু একটা দেখতে পাবেন।’

আরও পড়ুন: লা লিগায় আবারও পয়েন্ট হারালো রিয়াল মাদ্রিদ

ক্রিফোস্পোর্টস/৩০আগস্ট২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট