Connect with us
ক্রিকেট

নিজের ভবিষ্যৎ নিয়ে বিসিবির সঙ্গে কথা বলার সুযোগ চান হাথুরুসিংহে

Hathurusinghe wants an opportunity to talk to BCB about his future
দ্বিতীয় টেস্টের আগে সংবাদ সম্মেলনে কথা বলছেন হাথুরুসিংহে। ছবি- সংগৃহীত

শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তবর্তীকালীন সরকারের অধীনে দেশের অন্যান্য সেক্টরের মতো ক্রীড়াঙ্গণেও বইছে পরিবর্তনের হাওয়া। ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) বেশ কয়েকটি পরিবর্তন এসেছে। নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন ফারুক আহমেদ। বোর্ডের পরিচালনা পর্ষদে এসেছে নতুন মুখ।

নতুন বোর্ডের অধীনে পরিবর্তন আসতে পারে জাতীয় দলের কোচিং প্যানেলে। বিশেষ করে, দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বিতর্কিত কোচ চন্ডিকা হাথুরুসিংহকে প্রধান কোচের পদ থেকে চাকরিচ্যুত করার বিষয়টি বার বার সামনে চলে আসছে। গুঞ্জন রয়েছে, খুব শীঘ্রই বরখাস্ত হতে পারেন এই লঙ্কান কোচ।

দুটি টেস্ট খেলতে বর্তমানে পাকিস্তানে অবস্থান করছে জাতীয় দলের ক্রিকেটাররা। সেখানে দলের সঙ্গে রয়েছেন হাথুরুসিংহেও। তবে দূরে বসেও দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার বিষয়ে কিছুটা আভাস পেয়েছেন এই কোচ। তবে হাথুরুসিংহকে নিয়ে যেকোনো সিদ্ধান্তের আগে বোর্ডের সঙ্গে কথা বলতে চান তিনি।

আরও পড়ুন:

» অনুশীলনে ফিরলেন মেসি, ম্যাচে ফিরবেন কবে?

» বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে পাকিস্তান দলে আছেন যারা 

আগামীকাল শুক্রবার (৩০ আগস্ট) থেকে মাঠে গড়াবে বাংলাদেশ-পাকিস্তানের দ্বিতীয় ও শেষ টেস্ট। এর আগে আজ সংবাদ সম্মেলনে এসেছিলেন হাথুরুসিংহে । সেখানে জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়ে তিনি বলেন, বিসিবির নেতৃত্বে নতুন মুখ এসেছে। তাদের নতুন নতুন চিন্তাধারা থাকতে পারে। তবে আমি বাংলাদেশে গিয়ে তাদের সঙ্গে আলোচনায় বসার সুযোগ চাই।’

এর আগে একটি সংবাদমাধ্যমকে ফারুক আহমেদ জানিয়েছিলেন, তিনি হাথুরুসিংহে প্রধান কোচের দায়িত্বে রাখার পক্ষে নন। গত ২১ আগস্ট বিসিবির দায়িত্ব নিয়ে প্রথম বোর্ড সভায় হাথুরুকে নিয়ে আগের অবস্থানেই থাকার কথা জানিয়েছেন ফারুক আহমেদ। তিনি বলেন, ‘চন্ডিকা হাথুরুসিংহের চুক্তির মেয়াদ নিয়ে আমার সঠিক ধারণা নেই। তবে ওনার ব্যাপারে আমি আগের অবস্থানেই আছি।’

ক্রিফোস্পোর্টস/২৯আগস্ট২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট