Connect with us
অন্যান্য

ভলিবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বড় জয়

ভলিবল চ্যাম্পিয়নশিপে খেলছে বাংলাদেশ। ছবি- গুগল

বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন অনূর্ধ্ব-২৩ পুরুষ আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে নেপালকে ৩-০ সেটে হারিয়ে দুর্দান্ত সূচনা পেয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার বিকেলে মিরপুর ইনডোর স্টেডিয়ামে প্রথম সেটে ২৬-২৪ ব্যবধানে জেতে বাংলাদেশ।

পরে দ্বিতীয় সেটেও হাড্ডাহাড্ডি লড়াই হয় দুদলের মধ্যে। শেষ পর্যন্ত ২৫-২২ ব্যবধান। তৃতীয় সেটে ২৫-২১ ব্যবধানে থেকে ম্যাচে জয় পায় বাংলাদেশ।

ম্যাচ সেরা হন বাংলাদেশের আল আমিন। তার হাতে পুরস্কার তুলে দেন ভলিবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস।

এদিকে আন্তর্জাতিক এই টুর্নামেন্টে বাংলাদেশসহ অংশ নিয়েছে নেপাল, কিরগিজস্তান ও শ্রীলংকা।

আরও পড়ুন: প্লেয়ার্স বায়োগ্রাফি: লিওনেল মেসি

ক্রিফোস্পোর্টস/২২ডিসেম্বর২২/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য