Connect with us
ফুটবল

বেনজেমার নতুন ঠিকানা আল ইত্তেহাদ

করিম বেনজেমা। ছবি- গুগল

ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা রিয়াল মাদ্রিদের সঙ্গে দীর্ঘ ১৪ বছরের অধ্যায়ের ইতি টানার পর গুঞ্জন অনেকটা আলোর মুখ দেখে। এবার সেই গুঞ্জনই সত্যি হলো। ব্যালন ডিঅরজয়ী এই তারকা ফুটবলারের নতুন ঠিকানা সৌদি আরবের ক্লাব আল ইত্তেহাদ।

ইউরোপিয়ান দলবদল বিষয়ক ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো এ তথ্য দিয়েছেন। তিনি জানিয়েছেন- ইতোমধ্যেই সৌদি ক্লাব আল ইত্তেহাদের সঙ্গে চুক্তি সেরে ফেলেছেন করিম বেনজেমা।

তিনি জানান, বছরে ২০০ মিলিয়ন ইউরোতে আগামী ২০২৫ সালের জুন পর্যন্ত আল ইত্তেহাদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন বেনজেমা। এ ছাড়া এ চুক্তি নবায়ন করতে পারবেন তিনি।

এদিকে এর আগে গত রবিবার স্প্যানিশ লা লিগায় মৌসুমের শেষ ম্যাচে অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে রিয়ালের জার্সিতে শেষ ম্যাচ খেলেছেন ৩৬ বছর বয়সী এই স্ট্রাইকার। সেই ম্যাচে গোলে করে নিজের বিদায়টা আরও রঙিন করে নেন রিয়ালের অধিনায়ক। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

এর আগে ২০০৯ সালে রিয়ালে যোগ দিয়েছিলেন বেনজেমা। দীর্ঘ ১৪ বছরের রিয়াল অধ্যায়ে ৫টি চ্যাম্পিয়নস লিগ ও ৪টি লা লিগাসহ মোট ২৫টি ট্রফি জিতেছেন এই স্ট্রাইকার। এছাড়া রিয়ালের হয়ে মোট ৩৫৪টি গোলও করেন তিনি।

আরও পড়ুন: ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালসহ টিভিতে আজকের খেলা

ক্রিফোস্পোর্টস/৬জুন২৩/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল