Connect with us
ক্রিকেট

বাংলাদেশ-ভারত ম্যাচে আবারও আম্পায়ারিংয়ে পক্ষপাত, ক্ষুব্ধ ভক্তরা

রাকিবুলের লাফিয়ে ওঠা বল নিকিন জোসকে ফাঁকি দিয়ে চলে যায় আকবর আলীর হাতে। (ছবি- গুগল)

বাংলাদেশ-ভারত ম্যাচে আম্পায়ারিং নিয়ে প্রশ্ন ওঠা নতুন কিছু নয়। তবে আধুনিক যুগের ক্রিকেটও পক্ষপাতিত্ব করলে সেটা দ্রুতই ধরা পড়ে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ঘটনা, শুরু হয় সমালোচনা। ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালেও দেখা গেল এমন দৃশ্যের।

শুক্রবার ইমার্জিং এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে খেলছিল বাংলাদেশ ও ভারত। টিম ইন্ডিয়ার ব্যাটিংয়ের সময় ম্যাচের ১৪তম ওভারের চতুর্থ বলে রাকিবুল হাসানের লাফিয়ে ওঠা বলটি হালকা টার্ন করে নিকিন জোসকে ফাঁকি দিয়ে চলে যায় উইকেটের পেছনে। ক্ষিপ্র গতিতে স্টাম্পিং করেন আকবর আলী। আবেদনের পর ফিল্ড আম্পায়ার যান থার্ড আম্পায়ারের কাছে। কিন্তু সেখানে দীর্ঘ সময় ধরে স্টাম্পিংয়ের রিপ্লে দেখে আউটের সিদ্ধান্ত জানান থার্ড আম্পায়ার ফয়সাল আফ্রিদি।

আউট দেখে টাইগাররা যখন উল্লাস করছে তখনই আরেক সিদ্ধান্ত। পরক্ষণেই পপিং ক্রিজে জোনাসের পা থাকা- না থাকা নিয়ে নিজের সিদ্ধান্ত বদলান থার্ড আম্পায়ার। সিদ্ধান্ত পাল্টে নট-আউট দেন তিনি। এরপরই প্রতিবাদ ওঠে বাংলাদেশ শিবিরে। ক্ষেপে যান ভক্তরাও। সামাজিক মাধ্যমে ওঠে ঝড়।

বিষয়টি নিয়ে অধিনায়ক সাইফ হাসান অন-ফিল্ড আম্পায়ারদের সঙ্গে কথা বলেও কাজ হয়নি। কিন্তু এতেও কমে যায়নি বাংলাদেশ ‘এ’ দলের আক্রমণ। ২১১ রানেই গুটিয়ে দিয়েছে ভারতকে। ৫০ ওভারে ২১২ রান করলেই ফাইনালের টিকিট পাবে সৌম্য সরকাররা।

এর আগে দ্বিপাক্ষিক সিরিজে, এশিয়া কাপে এমনকি বিশ্বকাপের মতো টুর্নামেন্টেও বাংলাদেশের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে দেখা গেছে আম্পায়ারদের। যদিও ক্রিকেটে আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হয়। সাম্প্রতিক সময়ে আম্পায়ারদের সিদ্ধান্তকে রিভিউ করার সুযোগ আছে।

রাত পোহালেই মেসির অভিষেক, বাংলাদেশ থেকে দেখা যাবে যেভাবে

ক্রিফোস্পোর্টস/২১জুলাই/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট