Connect with us
ফুটবল

রাত পোহালেই মেসির অভিষেক, বাংলাদেশ থেকে দেখা যাবে যেভাবে

MESSI MIAMI
শনিবার ভোরেই মাঠে নামবেন মেসি। ছবি- ব্যারন্স

ক্লাব ফুটবলে দীর্ঘদিন স্পেন মাতিয়ে ফ্রান্স হয়ে এবার যুক্তরাষ্ট্রের মাটি মাতানোর পরিকল্পনার লিওনেল মেসির। খুদে জাদুকরের খেলা দেখতে কোটি মানুষের দৃষ্টি এখন মার্কিন মুলুকে। বিভিন্ন বিশ্ব মিডিয়া বলছে, আগামীকাল ক্রুজ আজুলের বিরুদ্ধে মিয়ামির হয়ে প্রথমবার মাঠে নামবেন মেসি।

বাংলাদেশ সময় ভোর ছয়টায় লিগাস কাপের ম্যাচ শুরু হবে। বাংলাদেশ থেকে কোনো টিভি চ্যানেল ওই লিগের খেলা দেখায় না। তবে অ্যাপল টিভির সাবস্ক্রিপশনে ও স্পোর্টসফাই নামের অ্যাপ থেকে দেখা যায় ওই টুর্নামেন্ট। তাই এই দুই উপায়ে মেসির খেলা দেখা যাবে বাংলাদেশ থেকে।

শনিবার ভোর ৬টার ম্যাচে মেসি খেলবেন কি না, এই প্রসঙ্গে ইন্টার মিয়ামির নতুন কোচ টাটা মার্টিনো জানান, এখন পর্যন্ত দেখে মনে হয়েছে মেসি খেলার জন্য ফিট। আশা করছি, এই ম্যাচে সে থাকতে পারবে।

অন্যদিকে মাঠে নামার ইঙ্গিত দিয়েছেন মেসিও। ফেসবুক পোস্টে মেসি লিখেছেন, ইন্টার মিয়ামিতে আসতে পেরে আমি অনেক খুশি এবং রোমাঞ্চিত। ক্লাবকে এগিয়ে নিতে সহযোগীতা করতে চাই। আগামীকাল দেখা হবে।

শতভাগ নিশ্চয়তা না থাকলেও পরিকল্পনা সব ঠিক থাকলে মেসি মাঠে নামানো হতে পারে। তবে শুরু থেকে খেলবে নাকি বিরতির পর মাঠে নামবে সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি। বিশ্ব চ্যাম্পিয়নকে আমেরিকার মাটিতে দেখতে অপেক্ষায় সমগ্র ফুটবলবিশ্ব।

আরও পড়ুন: ফিফা র‍্যাঙ্কিংয়ে সুখবর পেল বাংলাদেশ

ক্রিফোস্পোর্টস/২১জুলাই২৩/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল