Connect with us
ফুটবল

এশিয়ান গেমসে বাফুফের দল ঘোষণা, জামাল থাকলেও নেই জিকো

বাংলাদেশ জাতীয় ফুটবল দল
বাংলাদেশ জাতীয় ফুটবল দল (ছবি: গুগল)

আগামী ২৩ সেপ্টেম্বর শুরু হবে এশিয়ান গেমস। এশিয়ার অলিম্পিক খ্যাত এই আসরে আছে বাংলাদেশও। মাল্টি ইভেন্টের ওই আসরের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তিন সিনিয়রের কোটায় আছেন জামাল ভূঁইয়া। তবে নেই সেরা গোলরক্ষক আনিসুর রহমান জিকো।

বাফুফের ঘোষিত ২২ সদস্যের দলে অনেক তারকাকেই দেখা যায়নি। মূলত এই আসরে অনূর্ধ্ব ২৩ দলকে রাখা হয়। সর্বোচ্চ তিনজন খেলতে পারেন ২৩ এর ঊর্ধ্বে। এদের মধ্যে জামাল ভূইয়া ছাড়াও আছেন ডিফেন্ডার মুরাদ ও ফরোয়ার্ড ইব্রাহিম।

সোমবার (১৭ জুলাই) জামাল ভূঁইয়াকে অধিনায়ক করে দল ঘোষণা করে বাফুফে। এবারের আসর বসবে চীনের হাংজুতে।

এশিয়ান গেমসের সময় বসুন্ধরা কিংস ও আবাহনীর আন্তর্জাতিক সূচি রয়েছে। ফলে বসুন্ধরা এবং আবাহনী খেলোয়াড়দের দলে পাচ্ছে না বাফুফে।

বাংলাদেশ অলিম্পিক কমিটির সাথে বসে আলোচনা করে তবেই এই দল তৈরি করেছেন কোচ জাভিয়ের কারবেরা।

এশিয়ান গেমসে বাংলাদেশের ২২ সদস্যের দল-

গোলকিপার: মিতুল মারমা, মেহেদী হাসান ও পাপ্পু হোসেন।

ডিফেন্ডার: ইসা ফয়সাল, তানভীর হোসেন, শাকিল হোসেন, মুরাদ হোসেন, আতিকুজ্জামান, রাজিব হোসেন ও শাহিন আহমেদ।

মিডফিল্ডার: আবু সাইদ, তাজ উদ্দিন, শহিদুল ইসলাম, জায়েদ ও জামাল ভূঁইয়া।

ফরোয়ার্ড: রবিউল, ইব্রাহিম, ফয়সাল, রফিকুল, নোভা, নিপু ও জাফর।

আরও পড়ুন: ইতিহাস গড়ার কারিগর মারুফার জীবনের গল্প কাঁদাবে আপনাকে

(ক্রিফোস্পোর্টস/১৭জুলাই/এজে)

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল