Connect with us
ক্রিকেট

বিসিবি পুনর্গঠন: কে কোন দায়িত্ব পেলেন?

crifo BCB
বিসিবি পুনর্গঠন: কে কোন দায়িত্ব পেলেন?

একযুগ ধরেই বাংলাদেশ ক্রিকেট মানে নাজমুল হাসান পাপনের একক আধিপত্য। তবে বিসিবির বুধবারের বৈঠকের পর সেই পদ থেকে সরে গেলেন তিনি। সরকার পতনের পর নতুনভাবে সাজানো হচ্ছে অনেক প্রতিষ্ঠান। সেই ধারাবাহিকতায় বদলে গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ডও।

রাজনৈতিক পালাবদলের পরেই নাজমুল হাসান পাপনের সরে যাওয়া নিয়ে ছিল ব্যাপক আকারের গুঞ্জন। বিগত সরকারের সময়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন টানা ৩ মেয়াদে। এবার হয়েছিলেন যুব ও ক্রীড়ামন্ত্রী। ক্রিকেট বোর্ডেও ছিল একক আধিপত্য। কিন্তু সেটা বেশিদিন টিকলো না। জরুরি বৈঠক ডেকে নিয়েছেন পদত্যাগের সিদ্ধান্ত।

রাজনৈতিকভাবে তাকে পদ থেকে সরালে আইসিসি থেকে নিষেধাজ্ঞার সম্ভাবনা থাকলেও তিনি নিজে পদত্যাগ করার এমন সম্ভাবনা থেকে মুক্তি পেলো বিসিবি। অন্যদিকে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ নতুন বোর্ড সভাপতি হয়েছেন।

আরও পড়ুন:

» দেশ ও বোর্ড পাল্টানোর পর প্রথম ম্যাচ ঘিরে যা বললেন শান্ত

» বাংলাদেশ ক্রিকেট পেল নতুন অভিভাবক, কে এই ফারুক আহমেদ

শুধু তাই নয় বিসিবির পরিচালক পদে দায়িত্ব পেয়েছেন ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম। এর আগে বিসিবি থেকে পদত্যাগ করেন জালাল ইউনূস। তার পদে স্থলাভিষিক্ত হন ফারুক আহমেদ। পরে পরিচালনা পর্ষদের ভোটে ফারুক আহমেদ সভাপতি হন।

এদিকে পাপন সভাপতির পদ ছাড়লেও পরিচালক হিসেবে থাকবেন বোর্ডে। এখন আগামী ৩টি বোর্ড মিটিংয়ে তিনি যদি উপস্থিত না থাকেন, আইনিভাবেই তার এই পরিচালক পদ চলে যাবে। তার আগ পর্যন্ত তিনি বোর্ডের একজন পরিচালক।

অন্যদিকে এনএসসি থেকে মনোনীত জালাল ইউনুস আগেই পদত্যাগ করেছেন। আজ সরিয়ে দেওয়া হয়েছে আহমেদ সাজ্জাদুল আলমকে। এই দুজনের জায়গায় ফারুক আহমেদ ও নাজমুল আবেদীনকে নতুন পরিচালক ঘোষণা করা হয়।

ফারুক আহমেদ ছাড়াও বিসিবির সভাপতি হবার আলোচনায় ছিলেন, দুই সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম ও খালেদ মাসুদ। আলোচনায় ছিলেন বিসিবির সাবেক সাধারণ সম্পাদক ও এসিসির সাবেক প্রধান নির্বাহী সৈয়দ আশরাফুল হকের নামও। তবে শেষ পর্যন্ত ফারুক আহমেদের কাঁধেই উঠলো ক্রিকেট বোর্ডের শীর্ষ প্রধানের দায়িত্ব।

এর আগে দুই মেয়াদে বিসিবির প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন ফারুক আহমেদ। প্রথম মেয়াদে ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত, আর দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করেন ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত। দ্বিতীয় মেয়াদে নির্বাচন প্রক্রিয়া নিয়ে বোর্ডের সঙ্গে কলহের জের ধরে পদত্যাগ করেন তিনি।

ক্রিফোস্পোর্টস/২১আগস্ট২৪/এএস/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট