Connect with us
ক্রিকেট

অধিনায়ক ইস্যুতে আবারও জরুরি বোর্ড সভায় বিসিবি

Bangladesh Cricket Board Logo On Wall
অধিনায়ক ইস্যুতে আবারও জরুরি বোর্ড সভায় বিসিবি

নতুন অধিনায়ক চূড়ান্ত করাসহ আরও কিছু বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ মঙ্গলবার দুপুর দুইটায় বিসিবি কার্যালয়ে জরুরি বোর্ড সভায় বসবে বিসিবি।ধারণা করা হচ্ছে, সভা শেষে নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হতে পারে।

তামিমের অধিনায়কত্ব ছাড়ার পরেই নতুন অধিনায়ক নিয়ে নানা ধরনের গুঞ্জব শোনা গিয়েছে ক্রিকেট পাড়ায়। তবে, সাকিব গুঞ্জনই সত্য হতে পারে আজকের আয়োজিত বোর্ড সভায়।

বিসিবির অধিকাংশ কর্তারাও সাকিবকেই অধিনায়ক হিসেবে দেখতে চান। বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজনও সাকিবকে অধিনায়ক হিসেবে দেখছেন, ‘সাকিব তো অবশ্যই এগিয়ে থাকবে এখানে। সাকিবের মাথা, অধিনায়কত্বের অভিজ্ঞতা অনেক বেশি। তারপরও আমি লিটনকেও ছোট করতে চাই না। কারণ লিটন অতীতে খুবই ভালো কাজ করেছে (অধিনায়ক হিসেবে)। আমি মনে করি যে দলে সাকিব আছে, সে দলে এখন সাকিবকে দেওয়াটাই ঠিক।’

অধিনায়ক হিসেবে সাকিব এই ফরম্যাটে যথেষ্ট অভিজ্ঞ বলে বিশ্বকাপের মঞ্চে তার হাতেই হয়তো নেতৃত্বের ভার উঠতে যাচ্ছে। ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত টানা ৪৭ ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন তিনি। এরপর মাশরাফির অবর্তমানে আরও তিনটি ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছিলেন।

ক্রিফোস্পোর্টস/৮আগস্ট২৩/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট