Connect with us
ফুটবল

মৌসুমের দ্বিতীয় ম্যাচে প্রথম জয় পেলো বার্সেলোনা

Barcelona win
গোলের পর উল্লাসিত দৌঁড় বার্সার ফুটবলারের (ছবি- গোল ডটকম)

স্প্যানিশ লা লিগায় প্রথম জয় পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা। গতকাল অলিম্পিক স্টেডিয়ামে কাদিজের প্রবল প্রতিরোধ ভেঙ্গে ২-০’তে জয় পায় জাভি হার্নান্দেসের দল। ম্যাচের শেষ দিকে পেদ্রি ও ফেররান তরেস গোল দুটি করেন।

ঘরের মাঠ ন্যু ক্যাম্প স্টেডিয়ামে সংস্কারের কাজ চলায় শহরের অলিম্পিক স্টেডিয়ামে হোম ম্যাচগুলো খেলছে বার্সা। গত রবিবার গেতাফের সঙ্গে গোলশূন্য ড্র’য়ে নতুন মৌসুম শুরু করা ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এদিন মূল একাদশের দু’জন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়া মাঠে নামে।

রাফিনিয়া আগের ম্যাচে লাল কার্ড দেখায় আর রোনাল্দ আরাইহো চোটের জন্য খেলতে পারেননি। এদের অনুপস্থিতিতে ম্যাচে নিজেদের গুছিয়ে নিতে সময় নেয় জাভির দল। সে সুযোগে কাদিজ স্বাগতিকদের চেপে ধরার চেস্টা চালায়। প্রথমার্ধ গোলশূন্য কাটার পর দ্বিতীয়ার্ধে পরিস্কার আধিপত্য নেয় বার্সা।

কিন্তু অভিজ্ঞ রবের্ত লেভান্দোভস্কি, পেদ্রি, তরসের সঙ্গে প্রথমবার শুরুর একাদশে সুযোগ পাওয়া ১৬ বছরের ফরোয়ার্ড লামিন ইয়ামালও গোল মিসের মহড়া দিতে থাকেন। অবশেষে পেদ্রি ৮২ মিনিটে কাঙ্খিত গোল এনে দেন। যোগ করা সময়ে তরেস ব্যবধান বাড়িয়ে স্বস্তিতে ভাসান বার্সা শিবির।

আরও পড়ুন: নাসির-ফরহাদ রেজাদের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

ক্রিফোস্পোর্টস/২১আগস্ট২৩/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল