Connect with us
ফুটবল

মালদ্বীপের ম্যাচ পরিকল্পনায় বাংলাদেশের উইঙ্গার রাকিব

bangladeshi footballer rakib hosein
বাংলাদেশের সেরা ফরোয়ার্ড রাকিব হোসেন। ছবি- সংগৃহীত

ফুটবলে বাংলাদেশের বর্তমানে সেরা ফরোয়ার্ড বা উইঙ্গারের নাম বলতে গেলে সবার আগে আসবে রাকিব হোসেনের নাম। ডান প্রান্ত থেকে যেভাবে ক্ষীপ্র গতিতে ডি-বক্সে বল নিয়ে ঢুকে পড়েন, তা প্রতিপক্ষের মনে আতঙ্ক ছড়ানোর জন্য যথেষ্ট। এবার মালদ্বীপের কোচের মুখেও শোনা গেল রাকিবের প্রশংসা।

বাংলাদেশি এই উইঙ্গারকে যে তারা বেশ সমীহ করছেন কথার মাধ্যমেই তা বুঝিয়ে দিলেন।

মালদ্বীপের বিপক্ষে গত দুই ম্যাচেই আলাদা নজর কেঁড়েছেন রাকিব হোসেন। ২০২৩ সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচে তো গোলই করেছিলেন। গত ১২ অক্টোবর বিশ্বকাপের প্রাক বাছাইয়ের ম্যাচে মালদ্বীপের বিপক্ষে সাদ উদ্দিনের করা একমাত্র গোলটি রাকিব হোসেনের দুর্দান্ত পাস থেকেই এসেছিল। এবার তাই মালদ্বীপ দল রাকিবকে বেশ সমীহ নজরে দেখছে।

বিশ্বকাপ প্রাক বাছাইয়ের দুই লেগ এর দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১৭ অক্টোবর ঢাকায়। এজন্য গত দুই দিন ধরে মালদ্বীপ দল ঢাকায় কঠোর অনুশীলনে ব্যস্ত। সঙ্গে ১২ অক্টোবরের ম্যাচ নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ।

গত ম্যাচে আলাদা দৃষ্টি কাঁড়া রাকিবের দিকেও তাই তাদের নজর থাকছে। এ বিষয়ে মালদ্বীপ কোচ আলী সুজেইন বলেন, রাকিব খুব ভালো একজন খেলোয়াড়। ও খুব দ্রুতগতির, যে কোন সময় ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। গত ম্যাচে সে আমাদের ভুগিয়েছে, বাংলাদেশের করা গোলটির দুর্দান্ত পাস তার পা থেকেই এসেছিল। আমরা তার ব্যাপারে সতর্ক।

আলী গত ১২ অক্টেবরের ম্যাচের আগেই বলেছিলেন, ম্যাচ ৫০-৫০ হবে। ম্যাচের ১-১ স্কোরলাইনও যেন আলী সুজেইনের কথারই প্রতিনিধিত্ব করছে। আগামী ১৭ অক্টোবরের ম্যাচ নিয়েও তিনি বললেন, ম্যাচ ৫০-৫০ হবে, শেষ পর্যন্ত ভালো খেলা দলটিই জিতবে। এই ম্যাচটা আমাদের জন্য জেতা কঠিন হবে তবে আমরা আমাদের সেরাটা খেলতে চাই।

আরও পড়ুন: ওয়েলসকে ২৯ গোলে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

ক্রিফোস্পোর্টস/১৫অক্টোবর২৩/এমএস/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল