Connect with us
ক্রিকেট

বাংলাদেশ-শ্রীলঙ্কার দ্বৈরথ মিডিয়ার তৈরি করা হাইপ!

Dhananjaya De Silva sri lanka captain
ধনাঞ্জয়া ডি সিলভা। ছবি- বিসিবির ভিডিও থেকে সংগৃহীত

গেল কয়েক বছর যাবত বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচ মানেই যেন ভিন্ন মাত্রার উত্তেজনা। সেই নিদহাস ট্রফি থেকে শুরু করে এখন পর্যন্ত নানা ঘটনায় এই দুই দলের ম্যাচগুলো থাকে ক্রিকেট পাড়ার আলোচনায়। নাগিন ড্যান্স কিংবা টাইম আউটের মতো সেলিব্রেশন দুদলের ম্যাচগুলোকে আরও আকর্ষণীয় এবং উত্তেজনাকর করে তুলেছে।

এদিকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই সেই শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচেও দুইদলের দ্বৈরথ দেখা যাবে কিনা এমন প্রশ্ন উঠে এসেছে গতকাল বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট জয়ের পরবর্তী সংবাদ সম্মেলনে। যেখানে এই প্রসঙ্গে কথা বলেছেন লঙ্কান অধিনায়ক এবং দলটির মিডিয়া ম্যানেজার।

বাংলাদেশকে টিটোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করার পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনের শ্রীলঙ্কার অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা কথা বলেন। যেখানে বাংলাদেশ- শ্রীলঙ্কার দ্বৈরথ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি মনে করেন এখানে কোন দ্বৈরথ নেই। এটা ভিন্ন কোন বিষয় নয়, দুই দলের মাঝে স্বাভাবিক একটি ম্যাচ।

বাংলাদেশের সঙ্গে বিশ্বকাপে দ্বৈরথের বিষয়ে হাসিমুখে জবাব দিয়ে ধনাঞ্জয়া ডি সিলভা বলেন, ‘আমার মনে হয় না। আসলে এটা শুধু দুই দলের মধ্যেই একটি স্বাভাবিক ম্যাচ। ম্যাচ স্পিরিটের মধ্যে থেকে শক্ত অবস্থান নিয়ে খেলা উচিৎ।’ এছাড়া ম্যাচের ভেতরে খেলার বাইরের যেসব ঘটনা ঘটে সেগুলো সব ম্যাচেই হয় বলে উল্লেখ করেন তিনি।

এই প্রসঙ্গে কথা বলেছেন লঙ্কান অধিনায়কের পাশে থাকা শ্রীলঙ্কা ক্রিকেটের মিডিয়া ম্যানেজার মাহিন্দা হালাঙ্গোদা। তিনি এখানে সম্পূর্ণ দায় দিলেন মিডিয়ার ওপর, ‘আমার মনে হয় এটা মিডিয়ার সৃষ্টি করা হাইপ। তারা (দুদলের ক্রিকেটাররা) বেশ ভালো বন্ধু। তারা হোটেলে দেখা করে। একসঙ্গেও থাকে।’

টেস্ট সিরিজ জয়ের জন্য অভিজ্ঞ ক্রিকেটারদের কৃতিত্ব দিয়েছেন ধনাঞ্জয়া, ‘হ্যাঁ তারা শ্রীলঙ্কার হয়ে অনেক বছর ধরে খেলেছেন। আমি জানি না তারা আর কতদিন খেলবেন। তবে আমি আশা করব আরও ৩-৪ বছর খেলবে। তারা পারফর্ম করে এসেছেন অতীতেও। এই সিরিজেও দারুণ খেলেছেন।’

প্রসঙ্গত, ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার সঙ্গে ২-১ ব্যবধানে হারের পর টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ২-১ ব্যবধানে সংক্ষিপ্ততম এই ফরমেটের সিরিজ নিজেদের করে নিলেও এরপর দুই ম্যাচের টেস্ট সিরিজে টাইগারদের হোয়াইটওয়াশ করেছে শ্রীলঙ্কা। সিরিজের দ্বিতীয় টেস্টের বাংলাদেশকে ১৯২ রানের বড় ব্যবধানে হারায় সফরকারীরা।

আরও পড়ুন: আইপিএলের তিন রাউন্ড শেষে কোন দলের অবস্থান কোথায়?

ক্রিফোস্পোর্টস/৪এপ্রিল২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট