Connect with us
ক্রিকেট

ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ বাংলাদেশ

বাংলাদেশ-অস্ট্রেলিয়া তৃতীয় টি-টোয়েন্টির ছবি- ইএসপিএন

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে প্রথম দুটিতে রীতিমত উড়িয়ে দিয়ে সিরিজ নিশ্চিত করেছিল অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। এবার শেষ ম্যাচেও নিগার সুলতানাদের বড় ব্যবধানে হারিয়ে বাংলাদেশকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করল সফরকারীরা।

আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) মিরপুরে আগে ব্যাট করে বাংলাদেশকে ১৫৬ রানের টার্গেট ছুড়ে দেয় অস্ট্রেলিয়া। বড় লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৭৮ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। এতে করে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ নারী দলকে ৭৭ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া।

চলতি বছর বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। সেই টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। যেখানে ছিল সাদা বলের দুই ফরমেটে তিনটি করে ম্যাচ।

এর আগে খেলা ওয়ানডে সিরিজে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে বিধ্বস্ত করেছিল সফরকারী অস্ট্রেলিয়া। এবার টি-টোয়েন্টি সিরিজও কোন প্রকার লড়াই করতে পারেনি বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের হেরেছিল ১০ উইকেটের বড় ব্যবধানে এবং দ্বিতীয় ম্যাচে হেরেছিল ৫৮ রানে।

আজ টস জিতে আগে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ১৫৫ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। সফরকারীদের হয়ে ওপেনিংয়ে সর্বোচ্চ ২৯ বলে ৪৫ রান করেন দলের অধিনায়ক আলিশা হ্যালি। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ বলে ৪৩ রান করেন তাহলিয়া ম্যাকগ্রেথ। শেষ দিকে ১১ বলে ১৯ রানের ক্যামিও খেলেন গ্রেস হ্যারিস। 

জবাবে মাত্র ৭৮ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের গোটা ইনিংস। যার মধ্যে সর্বোচ্চ ৩১ বলে ৩২ রানের একটি ইনিংস খেলেছেন অধিনায়ক নিগার সুলতানা। এছাড়া আর কেউ বলার মত তেমন রান করতে পারেননি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা বলের গোটা সিরিজের মত এই ম্যাচেও ব্যাটিং ব্যর্থতায় হেরেছে বাংলাদেশ।

এদিকে আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে চলতি মাসেই বাংলাদেশ সফরে আসছে ভারত। যেখানে দুই দেশের মধ্যে খেলা হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

আরও পড়ুন: ২০২৪ সালের এপ্রিলে বাংলাদেশ ক্রিকেটে যত খেলা 

ক্রিফোস্পোর্টস/৪এপ্রিল২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট